বলে দেবো ভালবাসি তোমায়
কোন এক উল্কাপিণ্ড আকাশ থেকে খসে পরার সময়
নয়তো তুলোর মত সাদা বরফ গুলি আকাশ থেকে বাতাসের
সাথে মিশে মিশে তোমায় আমায় ছুয়ে যাওয়ার সময় বলে দেবো
ভালবাসি তোমায়।
কোন এক পাখি ডাকা ভোরে ,শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে
অথবা চৈত্র মাসের তৃতীয়া তিথির লগ্নে বলে দেবো
ভালবাসি তোমায়।
কোন এক গ্রামহীন মেটো পথ দিয়ে হেঁটে যাওয়ার সময়
অথবা আঁকা বাঁকা রেল লাইন দিয়ে চলার সময়
বাম হাঁটু মাটিতে রেখে আর ডান হাঁটু বাঁকা করে এক গুচ্ছ গোলাপ
দিয়ে বলে দেবো ভালবাসি তোমায় ।
ফাগুন সমিরন এসে নদীতে ছোট ছোট ঢেউ তোলে সবুজ ঘাসের বুকে
দোল দিয়ে যাওয়ার সময়
অথবা নীল সমুদ্রের বুকে সূর্য উদয়ে কিংবা অস্তারাগের বেলায়
বলে দেবো ভালবাসি তোমায়।
বনো হাঁসদের দল বেঁধে নীল আকাশ পাড়ি দেওয়ার সময়
কিংবা বরফ জমা নদীতে দল বেঁধে পেঙ্গুইনদের চলার সময়
অথবা গভীর সমুদ্রে বাস্কেট স্টার,অক্টোপাস,ব্লু টাং আর জেলিফিশদের
ব্লাক করালের মত ছোট ছোট গাছদের আর প্রবালদের মাঝে খেলে যাওয়ার সময়
বলে দেবো ভালবাসি তোমায়।
কোন জোনাক জ্বলা রাতে চাঁদের আলোয় ভিজে ভিজে
কিংবা কোন বৃষ্টি ভেজা সন্ধ্যায় বৃষ্টি স্নাত হয়ে
অথাবা হাজারো মানুষের ভীরে দৃপ্ত কন্ঠে তৃপ্ত হয়ে
বলে দেবো ভালবাসি তোমায়।