আজ নয় কাল
আমি আজ নয় কাল মরতে চাই
আজ আমি আমার মনের মাধুরি মিশিয়ে তোমাকে আরও
ভালবাসতে চাই
তুমি শুধু তোমার মনের বাতায়ন খুলে রেখো
ঘুরে আসতে দিও আমায় তোমার নক্ষত্রলোক ।
এই পৌষি পূর্ণিমায় পদ্ম দলে ফোটে ওঠে মাতাল
করা সু গন্ধে ছরিয়ে মাতাল করতে দিও আমায়।
মাধবী লতা হয়ে দোলতে দিও আমায় তোমার
শাখা প্রশাখায়,আমি আজ নয় কাল মরতে চাই।
এই চন্দ্রিমার রাতে তোমার আখি পাতে আমার আঁখি
রাখতে দিও।
তোমার ফুল বাগানে ভ্রমর হয়ে উরতে দিও আমায়।
আজ তোমার আকাশে হাজার তারা হয়ে ফোটে ওঠে
আলো দিতে দিও উল্কা হয়ে ঝরতে দিও ছায়াপথের
নীহারিকা হয়ে থাকতে দিও আমায়
আমি আজ নয় কাল মরতে চাই।
আজ ভোরের শিশিরে সিক্ত প্রজাপতির মতো
তোমার ফুলে বসে বসে মধু আহরণ করতে দাও
তোমার চোখের কালো বৃত্তে আমার ছবি দেখতে দাও আমায়
আমি আজ নয় কাল মরতে চাই।