বিনোদন

শুভর হুঙ্কার!


হোঁচট খেয়েও গেরিলাদের মতো গড়িয়ে গড়িয়ে এগিয়ে যেতে প্রস্তুত ঢালিউডের আলোচিত চিত্রনায়ক আরিফিন শুভ। কোনো কিছুকে পরোয়া না করে সামনে এগিয়ে যাওয়ার হুঙ্কার দিয়েছেন তিনি। সম্প্রতি তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পেজে বাংলা চলচ্চিত্র নিয়ে এমন নানা অভিব্যক্তির কথা জানিয়েছেন এ অভিনেতা। পাঠকদের জন্য তাঁর এ স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো।

স্যাটেলাইট চ্যানেল আর ইন্টারনেটের কারণে আজকে আমাদের দেশের সাধারণ দর্শক অনেক এগিয়ে। যেটা হয়তো ১০ বছর আগে ছিল না। আজকে আমরা আমাদের ছবির প্রচুর আলোচনা-সমালোচনা শুনি, বলিও। কিন্তু একবারও কি ভেবে দেখেছি যে, আমরা আমাদের ছবি যাদের সঙ্গে তুলনা করি তাঁদের একটি ছবির পেছনের গল্প আর আমাদের একটি ছবির পেছনের গল্পর কতটা ফারাক? তাঁদের ছবির বাজার আর আমাদের ছবির বাজারের কতটা পার্থক্য আমরা কি জানি? ‘ফিল্ম’ যেটা দিনের শেষে একটা ব্যবসা.. সেটা কেন আমরা বুঝি না? আজকে আমাদের ছবির বড় বড় প্রযোজকরা কোথায় কেউ বলতে পারেন? যারা একটি-দুটি নয় অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন। আমাদের চলচ্চিত্র এর গোল্ডেন সময়টাতে আমরা ছিলাম না, তার মানে কি সেটা আমাদের দোষ? হবে না হবে না যারা বলে, তাঁদের দলে আমি নেই, হবে.. আমরাই করব। হোঁচট খাব, উঠে দাঁড়াব, গেরিলাদের মতো গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাব। দেখি কি করে থামাও!