সৌদি আরবের মক্কায় মসজিদে হারাম-এ নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ছিঁড়ে পড়েছে। এতে কমপক্ষে ৬২ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
সৌদি গণমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে।
সামনে হজ হওয়ায় এরই মধ্যে কয়েক লাখ হাজী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সমবেত হয়েছেন এবং প্রতিদিনই হাজার হাজার মুসল্লি যুক্ত হচ্ছে।
মক্কার গ্র্যান্ড মসজিদের ক্রেন ভেঙে পড়ায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই দুর্ঘটনায় আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। এক মার্কিন দৈনিকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের ছাদ ভেঙে একটি ক্রেন আছড়ে পড়ে মানুষের ভিড়ের উপর। মার্বেলের মেঝে রক্তে ভেসে যায়। ট্যুইটরে বিবৃতি দিয়ে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রক ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে। সৌদির অসামরিক প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ক্রেন ভেঙে পড়ায় মসজিদের মাথায় একটি বিশাল গহ্বর তৈরি হয়ে গেছে।
-কালের কণ্ঠ অবলম্বনে