চিত্রনায়িকা ববি। বিজ্ঞাপনের মডেল থেকেই চলচ্চিত্র নির্মাতার নজরে এসে বনে যান নায়িকা। ববির বিজ্ঞাপন নিয়ে লিখেছেন আল মাসিদ
টেলিকম ব্র্যান্ড এয়ারটেল ছিল ‘ওয়ারিদ’ নামে। তখন এই ব্র্যান্ডের একটি টিভিসির মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ায় যাত্রা শুরু করেন চিত্রনায়িকা ববি। ওই টিভিসিতেই পরিচালক ইফতেখার চৌধুরীর নজরে আসেন ববি। এরপর ইফতেখার যখন ‘খোঁজ : দ্য সার্স’ ছবিটির জন্য নায়িকা খুঁজছিলেন তখন ববিকেই অফার দেন।
কিন্তু এই ছবির পর প্রায় দুই বছর কোনো অভিনয় করেননি তিনি। এই সময়ে কিছু মানসম্মত টিভিসি করেছেন। ওয়ালটনের কয়েকটি পণ্য, রাঙাপরী মেহেদি ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ওয়ালটন টিভির বিজ্ঞাপন। এটিও নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। টিভিসিটি তৈরি হয় ২০১১ সালে। কিন্তু জনপ্রিয়তার জন্য এখনো নিয়মিত প্রচারিত হচ্ছে। এর শুটিং হয়েছিল ব্যাংককে।
ববি বলেন, ‘এই টিভিসির পেছনে আমার অনেক শ্রম ব্যয় হয়েছে। বিদেশে শুটিং, বেশি লোক ছিল না টিমে। তাই এর কস্টিউম ডিজাইন থেকে শুরু করে কোরিওগ্রাফি, মেকাপ ও আমার এক্সপ্রেশন সব আমি নিজেই করেছিলাম। অবশেষে টিভিসিটি সাড়া ফেলায় আমার কষ্ট সার্থক হয়েছে। বলতে পারেন এই টিভিসি পরবর্তী সময়ে আমার চলচ্চিত্র ক্যারিয়ারের ভিত্তি হিসেবে কাজ করেছে। এটি নিয়মিত প্রচার হতো বলেই অনেক নির্মাতা আমাকে সিনেমার অফার দিয়েছেন।’
ওয়ালটন টিভি ছাড়াও আরো একটি আলোচিত টিভিসিতে কাজ করেছেন ববি। পাওয়ার ড্রিংকসের বিজ্ঞাপন। এতে শাকিব খানের সঙ্গে কাজ করেন ববি। এই টিভিসির পরেই ববি অভিনয়ের সুযোগ পান শাকিব খানের বিপরীতে। ববি বলেন, ‘আমি ভয়ে ছিলাম, শাকিব খানের মতো বড় তারকার সঙ্গে প্রথম কাজ। তবে হেরে যেতে পারি না, আমার মডেলিং শেখা বিবি রাসেলের কাছে। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে আত্মবিশ্বাস ও দক্ষতা দিয়ে ভয়কে তাড়াতে হয়। গল্পটা ফিল্মি হওয়ায় কাজটা সুন্দরভাবে শেষ হয়েছে।’
বিজ্ঞাপন নিয়ে ববি বলেন, ‘ভালো ব্র্যান্ড, বাজেট আর গল্প ভালো হলে সিনেমার পাশাপাশি টিভিসিতেও নিয়মিত কাজ করতে চাই।’