দীর্ঘ তিন বছর ধরে বলিউডে কাজ করছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল, অভিনেত্রী ও পর্নো তারকা সানি লিওন। ‘জিসম ২’ ছবির মাধ্যমে ২০১২ সালে বলিউডে পা রাখেন সানি। এরপর অভিনয় করেন ‘জ্যাকপট’ ও ‘রাগিনি এমএমএস ২’ ছবিতে।
একাধিক ছবির জনপ্রিয় আইটেম গানেও তাঁকে দেখা গেছে। বলিউডে কাজের সুযোগ পাওয়ার পর পর্নো ছবিতে অভিনয় থেকে সরে আসেন তিনি। বলিউডে নিয়মিত হওয়ার জন্য কানাডা ছেড়ে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাসও শুরু করেন। যথেষ্ট পেশাদারির সঙ্গে কাজ করার পরও পর্নো তারকা ভাবমূর্তির কারণে প্রায়ই পেশাগত বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে। বলা যায় বলিউডে এখনও একরকম কোণঠাসাই বলা যায় তাঁকে।
১০ এপ্রিল মুক্তি পাচ্ছে সানির নতুন ছবি ‘এক পেহলি লীলা’। ছবিটিতে সানির বিপরীতে অভিনয়ের জন্য বলিউডের প্রথমসারির একাধিক অভিনেতাকে প্রস্তাব দেওয়া হলেও তাঁরা রাজি হননি। সানির পর্নো অভিনেত্রী ভাবমূর্তির কারণেই তাঁর সঙ্গে অভিনয়ে অস্বীকৃতি জানিয়েছেন এসব অভিনেতা। তবে ‘এক পেহলি লীলা’ ছবি মুক্তি পাওয়ার পর এ অবস্থার উন্নতি হবে বলেই মনে করছেন ছবির পরিচালক ববি খান। তিনি বলেন, ‘সানি তাঁর অতীত জীবন থেকে দূরে সরে এলেও, এখনও তিনি আগের মতো আছেন বলেই মনে করেন সবাই। বিষয়টি সানিকে ভীষণ দুঃখ দেয়। অথচ তিনি খুবই পরিশ্রমী। শুরু থেকেই তিনি পেশাদারির প্রমাণ দিয়েছেন। তারপরও তাঁর সঙ্গে অভিনয়ে আপত্তি তোলার বিষয়টি আমাকে প্রচ- ব্যথিত করেছে।’
You must be logged in to post a comment.