মিডিয়ায় আল-আমিনের শুরুটা অভিনয় দিয়ে। ছোট বেলা থেকেই রাজ্জাক,রিয়াজ, সাকিব খান, দিলদার, শাবনুর ইত্যাদি এই সব গুনি অভিনেতাদের অভিনয় দেখেই বড় হয়েছে। আল-আমিনের ছোট বেলা থেকেই মনের ভিতর অনেক ইচ্ছা জাগত, যদি ক্যামেরার সামনে কাজ করতে পারতাম। তার পর ২০০৭ সালে সুযোগ করেদেন আল-আমিনের মা, বিটিভির শিশু কিশোর একটি আলোর দিশারা অনুষ্ঠানে। এরকম করে ৬-৮ টি অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। তার পরে লেখা পড়ার জন্য অনেক দিন মিডিয়া থেকে দূরে থাকে। ২০১৩ সালে এইচ এস সি পরীক্ষার পরে ২০১৪ সালে আবার মিডিয়াতে কাজ করা শুরু করেন এবং প্রথম কাজ করেন, আহম্মেদ রুবেল পরিচালিত জুনিয়র ফিল্ম ঢাকার রংবাজ। তার পরে কাজ করেন বিটিভির আনন্দ মেলা ম্যাগাজিন অনুষ্ঠানে । বর্তমানে আহম্মেদ রুবেল পরিচালিত আর একটি নতুন জুনিয়র ফিল্ম “রকি ভাই” ছবির কাজ শেষ করেন ১০-০৯-২০১৪ইং তারিখে। রকি ভাই ছবিটি ০১-১১-২০১৪ইং তারিখে মুক্তি পাবে বলে জানা যায়। এই ছবিটিতে আল-আমিনকে রকির চরিত্রে দেখা যাবে ও ছবিটি অনেক ভাল হবে বলে জানা যায়। আল-আমিনের মিডিয়ার শুরুটা বিটিভি থেকে। আল-আমিনের স্বপ্ন জীবনে অনেক বড় একজন অভিনেতা হবে। আল-আমিন সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। তাই আমরা সবাই আল-আমিনের জন্য দোয়া করব, যাতে আল-আমিন অনেক বড় অভিনেতা হতে পারে।