২০১২ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগীতার চ্যাম্পিয়ন হয়েছিলেন সামিয়া সাইদ। তবে নাটকে খুব কম কাজ করেন। এ বছরই মিডিয়ায় সরব হয়েছেন। বিশেষ করে বেশকিছু বিজ্ঞাপন তাকে নতুন করে আলোচনায় এনেছে। চলতি বছরে টিভিসিতে নিজের উজ্জ্বল উপস্থিতি নিয়ে এই লাক্স সুন্দরী বললেন, ‘আসলে গত বছরেও বিজ্ঞাপন নিয়ে আমার তেমন কোন ভাবনা ছিল না। কিন্তু এ বছর সব অন্যরকম হয়ে গেছে। মনে হচ্ছে ক্যারিয়ারের নতুন এক ইনিংস শুরু করেছি এ বছর। ২০১২ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগীতার চ্যাম্পয়ন হই তখন যেমন লোকজন আমাকে নিয়ে বাড়তি আগ্রহ দেখাত, তেমনি এ বছর কয়েকটি ভালো বিজ্ঞাপনে কাজ করেও একই রকম সাড়া পাচ্ছি। বিশেষ করে আমার ক্যাম্পাস ও তরুন দর্শকদের কাছ থেকে দারুন সাড়া পাচ্ছি। অনেকে আমাকে নতুনভাবে চিনতে শুরু করেছে।’
এ বছর সামিয়া অভিনীত কেপিএল প্লাস্টিক, রবির বৈশাখি ঝঢ় অফার, রবির জার্সি আর্ট ও সম্প্রতি প্রচার শুরু হওয়া রবি ইন্টারনেট শেয়ারিং এর টিভিসি ভীষণ সাড়া ফেলেছে।
এদিকে একুশে টিভিতে গত শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে প্রচার হয় সামিয়া অভিনীত খ- নাটক ‘সে ভালোবাসে, সে ভালোবাসে না’। এতে তার বিপরীতে ছিলেন আশিক চৌধুরী। পরিচালনা করেছেন হিরু খান।
এছাড়া এনটিভিতে প্রচার হচ্ছে সামিয়ার নতুন ধারাবাহিক নাটক ‘বাক্সবন্দী’। পান্থ শাহ্রিয়ারের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এতে আরো অভিনয় করেছেন আরফান নিশো, নাঈম, নাদিয়া, ফারহানা মিলি, মামুনুর রশীদ, বকুল, শর্মিলী আহমেদ, অরুণা বিশ্বাস প্রমূখ। এ নাটকে সামিয়া একজন টম বয় ধরনের মেয়ে। যে কোন ধরনের প্রেম-ভালোবাসায় বিশ্বাসী নয়। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ০৯টা ৪৫ মিনিটে প্রচার হবে এনটিভিতে। আর সামিয়ার আরেক ধারাবহিক নাটক ‘ধণ্যি মেয়ে’ প্রচার হচ্ছে চ্যানেল নাইনে। এরইমধ্যে নাটকটির ১২০ তম পর্ব প্রচার হয়েছে। এটি পরিচালনা করছেন মাতিয়া বানু শুকু।
ছবি তুলেছেন- শিথিল রহমান
You must be logged in to post a comment.