বিনোদন

অনিশ্চয়তায় মান্নার শেষ ছবি


প্রয়াত নায়ক মান্না অভিনীত ‘লীলামন্থন’ সেন্সরে জমা দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে। মুক্তিযুদ্ধভিত্তিক এ ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হলেও তা এখনও ছাড়পত্র পায়নি। জানা গেছে, স্পর্শকাতর কিছু বিষয় থাকার কারণে কয়েক দিন আগে ছবিটি মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিদেরও দেখানো হয়। পরে তাঁরা বেশকিছু দৃশ্য নিয়ে আপত্তি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেন্সর বোর্ড কর্মকর্তা জানান, মুক্তিযুদ্ধ সংসদ যদি অনাপত্তি প্রদান করে তবেই ছাড়পত্র প্রদান করা হবে। কিন্তু বিভিন্ন কারণে ছবিটি শেষ পর্যন্ত আটকে যাওয়ার সম্ভাবনাই বেশি।

জাহিদ হোসেন ও খোরশেদ আলম খসরুর যৌথ পরিচালনায় এ ছবিটির কাজ শুরু হয়েছিল ১০ বছর আগে। এটিই মান্নার শেষ ছবি। এতে আরও অভিনয় করেছেন-মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ অনেকে।

উল্লেখ্য, ঢালিউডের ‘অ্যাকশন হিরো’ হিসেবে খ্যাত এই নায়ক ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান।