রায়হান উল্লাহ’র কবিতা
শিরোনামহীন-১ আশ্চর্য ক্ষণকাল সময় আক্ষেপে ভুগছি যখন চিরকাল সময় আক্ষেপে ধুকছি সবই আশ্চর্য মানুষ নগর সভ্যতা সঙ্গে আমিও আমাদের এতো এতো আক্ষেপ যখন সময় আক্ষিপ্ত বস্তুই জানা সবার চরম হয়ে বাস্তবিক আপেক্ষিক আপেক্ষিকে আক্ষেপে লাভ কি সময়ের মতো জীবনও জীবন ও সময়ের পার্থক্য আছে কি বাস্তবিক সময়ই তো জীবন এখানটাতেও অজস্র আক্ষেপ আক্ষেপের মাঝেই লুকিয়ে প্রেম আমরাও যে জীবনের প্রেমে প্রকৃতিরও যে প্রেম এ ভ্রহ্মা- এতেই যে গোলমাল ঘুরেফিরে সময়
আরও পড়ুন ...