জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেও মুন্সিয়ানা দেখিয়েছেন। নতুন খবর হলেঅ র্দীঘ আট বছর পর আবারো চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। নতুন ছবির নাম ‘অজ্ঞাতনামা’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য সবই নিজেই করেছেন। আসছে মে মাসের মাঝামাঝি চলচ্চিত্রটির নির্মাণ শুরু হবে। বর্তমানে ছবিটির জন্য অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ চলছে। দু’একদিনের মধ্যেই তৌকীর আহমেদ তাঁর ইউনিট নিয়ে লোকেশনের খুঁজে বের হবেন। তবে আপাতত গল্প নিয়ে কোন কিছু বলছেন না তিনি।
তৌকীর আহমেদ বলেন, ‘অনেকদিন ধরেই অজ্ঞাতনামা ছবিটির চিত্রনাট্য তৈরী করছি। অবশেষে ছবিটি নির্মাণের পুরো প্রস্তুতি শেষ করলাম। আশাকরি দর্শকের মনেরমতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো।’ তৌকীর আহমেদ জানান চলচ্চিত্রটি প্রযোজনা করছে ‘ইমপ্রেস টেলিফিল্ম’। তৌকীর আহমেদ প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন ২০০৪ সালে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘জয়যাত্রা’। এরপর ২০০৬ সালে তিনি নির্মাণ করেন ‘রূপকথার গল্প’। ২০০৭ সালে তিনি সর্বশেষ হুমায়ূন আহমেদের গল্প নিয়ে নির্মাণ করেন ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রটি।