হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ব্রিটিশ অ্যালবামের স্বীকৃতি পেল অস্কারজয়ী সঙ্গীততারকা অ্যাডেলের ‘টোয়েন্টি ওয়ান’। এখন পর্যন্ত এর ৫০ লাখ কপি বিক্রি হয়েছে। এটি বাজারে আসে ২০১১ সালে। সব মিলিয়ে ইউকে চার্টে ২৩ সপ্তাহ ছিল এ অ্যালবাম।
তালিকায় দুই নম্বরে স্থান পেয়েছে ২০০৬ সালে প্রকাশিত প্রয়াত গায়িকা এমি ওয়াইনহাউসের ‘ব্যাক টু ব্ল্যাক’। এর প্রায় ৩৬ লাখ কপি বিক্রি হয়েছে। ৩৩ লাখ কপি বিক্রি হওয়া জেমস ব্লান্টের ‘ব্যাক টু বেডল্যাম’ আছে তিন নম্বরে। ৩১ লাখ কপি বিক্রি হওয়া লিওনা লুইসের প্রথম অ্যালবাম ‘স্পিরিট’ চারে আর ৩০ লাখ কপি বিক্রি হওয়া ডিডোর ‘নো অ্যাঞ্জেল আছে পাঁচ নম্বরে। ছয়. আছে ওয়ান-বিটলস, সাত. ক্রেজি লাভ-মাইকেল বাবল, আট. হোয়াইট ল্যাডার-ডেভিড গে, নয়. দ্য ফেম-লেডি গাগা, ১০. অ্যা রাশ অব ব্লাড টু দ্য হেড-কোল্ডপ্লে।
You must be logged in to post a comment.