আপনার স্বাক্ষরই আপনার পরিচয়৷ মানুষের স্বাক্ষর দেখেই বোঝা যায় তার চারিত্রিক ধরন৷ প্রত্যেকের নিজস্ব স্বাক্ষরের ধরন থাকে৷ সেই ধরনই তাকে আর পাঁচজনের থেকে আলাদা করে চিনতে সাহায্য করে৷ তাই কিরকম স্বাক্ষর কি বোঝায় তা জেনে রাখলে আপনার মানুষ চিনতে সুবিধা হবে৷ জেনে নিন আপনার স্বাক্ষর আপনার সম্পর্কে কি বলে৷
লম্বা বা বড় স্বাক্ষর:
লম্বা বা বড় অক্ষর হাই স্ট্যাটাসের পরিচয় বহন করে৷ কিন্তু যদি কোনও ব্যক্তির স্বাক্ষর তাঁর সাধারণ হাতের লেখার থেকে বড়ো হয় তাহলে বুঝতে হবে তিনি যে ধরনের লাইফ স্টাইলে অভ্যস্ত তার থেকে উচ্চ স্ট্যাটাস দেখানোর চেষ্টা করেন৷ শুধু স্ট্যাটাস নয় এই স্বাক্ষরকারী আত্মবিশ্বাসের ক্ষেত্রেও একই রকম আচরন করে৷
মাঝারি দৈর্ঘের স্বাক্ষর:
কোনও ব্যক্তির স্বাক্ষর তার সাধারণ হাতের লেখার সমান দৈর্ঘের হলে বুঝতে হবে ওই ব্যক্তির আচরণে কোনও রকমের অভিনয় নেই৷ তিনি যা করেন মন থেকেই করেন৷ এবং তিনি জানেন তিনি কী পারেন বা পারেন না৷
ছোট দৈর্ঘের স্বাক্ষর:
হাতের লেখার থেকে স্বাক্ষরের দৈর্ঘ ছোট হলে তাঁর অন্যদের থেকে চাহিদা খুবই কম৷ আবার এঁদের নিজের প্রতি আত্মবিশ্বাসও কম হয়৷ তাঁরা নিজের অধিকারের দাবিটুকুও করেন না নেক ক্ষেত্রে৷
হাতের লেখার তুলনায় উপর দিকে উঠে যাওয়া স্বাক্ষর:
যাঁদের স্বাক্ষর হাতের লেখার তুলনায় বেশি উর্ধগামী তাঁদের মধ্যে পজিটিভিটি এবং এনার্জি অনেক বেশি হয়৷
হাতের লেখার তুলনায় নিম্নগামী স্বাক্ষর:
এঁদের মধ্যে নেগেটিভিটি বেশি থাকে৷ এঁরা ক্ষেত্র বিশেষকে গুরুত্বও কম দেন৷
ডান দিকে হেলানো স্বাক্ষর:
এই ধরনের স্বাক্ষর যাঁদের তাঁরা বহির্মুখী, মিশুকে এবং বাবলি চরিত্রের হয়৷
বাঁদিকে হেলানো স্বাক্ষর:
এঁরা নিজেদের বেশি প্রকাশ করেন না৷
স্বাক্ষরে লাইন:
যাঁদের স্বাক্ষরের মধ্যে লাইন টানার অভ্যেস আছে তাঁরা নিজেদের নিয়ে খুশি নন৷ বিশ্লেষণাত্মক মনোভাব থাকে এঁদের মধ্যে৷
আন্ডারলাইনিং:
অনেকে স্বাক্ষরের নিচে একটি লম্বা দাগ টানেন৷ তাঁরা অন্যদের মধ্যে নিজের গুরুত্ব চান৷ এরা দায়িত্ব নিতেও পছন্দ করেন৷ কিন্তু কিছু ক্ষেত্রে এঁরা আত্মবিশ্বাসের অভাবে দায়িত্ব পালন করতে পারেন না৷
স্বাক্ষরে সার্কেল:
এঁরা নিজেদের নিরাপদ রাখতে পছন্দ করেন৷ কোনও কাজ করার আগে এঁরা বারবার নিশ্চিত হয়ে নেন৷
ফুল স্টপ
স্বাক্ষরের পরে অনেকে একটি ফুল স্টপ চিহ্ন ব্যবহার করেন৷ এঁরা আত্মকেন্দ্রিক হন৷
উল্লম্ব রেখা:
অনেকের স্বাক্ষরে উল্লম্ব একটি বা একাধিক রেখা থাকে৷ এঁরা সধারণত নিজেদের একটি ব্যক্তিগত জগত রাখতে পছন্দ করেন৷
লম্বা অক্ষর বা নাম:
স্বাক্ষরের অক্ষর যদি ছোট বড়ো হয় তাহলে বুঝতে হবে এঁরা খুবই নয়মমাফিক জীবনযাপন করতে পছন্দ করেন৷ এবং এঁরা কিছু বিশেষ ক্ষেত্রে নিজেদের দিকে অন্যের নজর আকর্ষণ করেন৷
– কলকাতা২৪ অবলম্বনে