সমস্যা আর ঝামেলার আরেক নাম যে সালমান খান তা আবার প্রমাণ হলো। এবার নতুন মামলার গ্যাঁড়াকলে পড়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ-শারীরিক হেনস্থা, মারধর ও ডাকাতি। মামলার অভিযুক্ত তালিকা থেকে বাদ যাননি সালমানের দেহরক্ষী বিশালও।
অভিযোগ রয়েছে, গত বছরের ৪ নভেম্বর মুম্বাই থেকে জেট এয়ারওয়েজে চড়ে দিল্লিতে যাওয়ার সময় সালমান ও তাঁর দেহরক্ষী দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী রবীন্দ্র দ্বিবেদীকে মারধর এবং গালিগালাজ করেন। এমনকি তাঁর কাছ থেকে বর্ষীয়ান বিজেপি নেতা গোপীনাথ মু-ের মৃত্যু সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র কেড়ে নেওয়ার জন্য দেহরক্ষীকে নির্দেশ দেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা।
ওই ঘটনার পর স্থানীয় একটি আদালতে যান দ্বিবেদী। এর পরিপ্রেক্ষিতে সালমানের বিরুদ্ধে বিমানবন্দর থানার পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন মুম্বাই উচ্চ আদালতের ম্যাজিস্ট্রেট এ ডি লোখান্ডে।
এদিকে আগে থেকেই ১৯৯৮ সালে রাজস্থানে হরিণ শিকার এবং ২০০২ সালে গাড়ি চাপা দিয়ে পথচারীকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করার অভিযোগে মামলা চলছে সালমানের বিরুদ্ধে।