সাহিত্য

সজীব দেবনাথের কবিতা (তোমার অবদান)


 তোমার অবদান

সজীব দেবনাথ
সজীব দেবনাথ

সজীব দেবনাথ

ধীরে ধীরে চুপিসারে

আমার মনের বিজন ঘরে,

সুরে সুরে গানটি করে

শ্রাবণ ধারার মত ঝরে,

এসে তুমি নিচ্ছ স্থান।

 

লাজুক লাজুক চাহনিতে

লজ্জা রাঙ্গা সুহাসিতে,

ঝর ঝর বর্ষণেতে

প্রদীপ হয়ে আঁধার রাতে,

প্রেম সিন্দু করছ দান ।

 

চোখে চোখে চোখ পরিলে

আড়ালে নাও মুখ লুকিয়ে,

পলে পলে এমনি করে

বাহির হতে নিয়ে ঘরে,

মনোবীণায় দিচ্ছ তান ।

 

দিনে দিনে এমনি করে

আমায় তুমি বেঁধে ডোর্‌

রিনি রিনি সুরের তরে

সন্ধ্যা গগন আলোয় ভরে,

নতুন রঙে ভরছ প্রান ।