তোমাকে খুঁজেছি আমি
তোমাকে খুঁজেছি আমি,
ভোরের ঐ স্নিগ্ধতায়,
শিশির ভেজা সকালে,পরন্ত বিকেলে,
বিহঙ্গদের ঘরে ফেরার সময়।
তোমাকে খুঁজেছি আমি,
রমনার বৈশাখী মেলায়,ফাল্গুনী হাওয়ার পরশে
ফুলের বাগানে দখিনা বাতাসের
দোল দেখে যখন মন হতো দীপ্তিময় ।
তোমাকে খুঁজেছি আমি,
পুকুর ঘাটে,সন্ধ্য রাতে
জোনাক জ্বলার সময়,
চৈত্রের পাতা ঝরা দুপুরে
কুকিলের কুহু সুরে যখন
হৃদয় হতো তন্ময়।
তোমাকে খুঁজেছি আমি
বৈশাখী ঝড়ে,অগণিত বিষণ্ণ মেঘেদের দলে,
চেনা অচেনা তারার মেলায়,
অসংখ্য মানুষের ভিড়ে,
যখন রক্ত প্রবাহে বইতো ১০০০ভল্ট তড়িন্ময়।
তোমাকে খুঁজেছি আমি,
সন্ধ্যার অবকশে ,রাখিলিয়া বাঁশির সুরে,
একা একা মেঠোপথ পার হয়ে
কোন এক কাশ বনের ধারে
হেঁটে হেঁটে যখন হতাম সবিস্ময়।
You must be logged in to post a comment.