লাইফ স্টাইল

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির পার্টি সাজ


কামিজটা আমি ডিজাইন করেছি
ছবিটি এ বছরের শুরুতে সেভেন হিল রেস্টুরেন্টে আমার একক অ্যালবাম ‘দুষ্টু ছেলে’র প্রকাশনা অনুষ্ঠানের। সেদিন খুব জমকালোভাবে সেজেছিলাম। নিজের ডিজাইন করা সিফনের কামিজ পরেছিলাম। সাদা কাপড়ের ওপর সাদা সুতার সূক্ষ্ম কাজ ও চুমকি বসানো। কামিজের সঙ্গে সাদা চুড়িদার সালোয়ার ও একই রঙের মসলিন ওড়না পরেছিলাম। কামিজের বডি ও হাতায় সোনালি কারচুপির কাজ ও লেইসের ব্যবহার করেছি। হাতে পরেছি সাদা আর সোনালি পাথরের চুড়ি। লাল লিপস্টিক আর ব্লাসনের সঙ্গে মিলিয়ে গলায় পরেছি লাল সোনালি পাথরের তিন লহরের মালা ও লম্বা ঝোলানো কানের দুল। চুল খোলা রেখে একপাশে সিঁথি করে লাল ক্লিপ দিয়েছিলাম। আংটির পাথরও ছিল লাল রঙের। চোখে মোটা করে কালো রঙের কাজল আর মাশকারা লাগিয়েছি। পায়ে সেমি হিল পরেছিলাম।

কথা বলেছেন : মাসিদ রণ

ছবি : শামছুল হক রিপন