শাহরুখের বাংলো মান্নতের সামনের বেআইনি র্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিল বৃহান মুম্বাই মিউনিপ্যাল করপোরেশন। এখানেই নিজের ভ্যানিটি ভ্যান পার্ক করতেন বলিউড বাদশা। বেআইনিভাবে তৈরি স্থাপনাটি ভেঙে ফেলার খরচ হিসাবে ৪৯ বছর বয়সী এই সুপারস্টারের কাছে ২ লাখ রুপি দাবি করেছে বিএমসি। মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের ৪৮৯(১) ধারা অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে দাবি করা অর্থ পরিশোধ করতে হবে তাঁকে।
মান্নত ঘেঁষে থাকা এই স্থাপনার কারণে ব্যাপক যানজটের মুখে পড়ছিল বান্দ্রার মাউন্ট মেরি রোড। বিজেপি সংসদ সদস্য পুনম মহাজনের নির্দেশে এটি ভাঙার কাজ করেছে বিএমসি। বিএমসিকে পাঠানো চিঠিতে পুনম লিখেছিলেন, বাংলো মালিকের ভারি গাড়ি পার্ক করার কাজে এই র্যাম্প ব্যবহার করা হতো। স্থানীয়দের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা উচিত।
শাহরুখ এখন নেপালে শুটিং করছেন। তিনি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, বিএমসিকে সব খরচ দিয়ে দেবেন তিনি।