‘বাংলা ভাষার ছবি নিয়ে এত বৃহৎ পরিসরে আয়োজন লন্ডনে নেই বললেই চলে। এটা শুধু উৎসব নয়, এখানে ভালো বাংলা ছবির পৃষ্ঠপোষকতাও করা হবে।’ কথাগুলো বলছিলেন বাংলাদেশি-লন্ডন প্রবাসী পরিচালক ও উৎসবের উদ্যোগতা মনসুর আলী। চলতি বছরের সেপ্টম্বর-অক্টোবর মাসে লন্ডনে আয়োজন করা হচ্ছে ‘দ্য লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসব’। আয়োজনের সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বিবিসি, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ বিশ্বখ্যাত কয়েকটি প্রতিষ্ঠান। উৎসবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মনসুর আলী। এতে বাংলাদেশসহ অন্য দেশের বাংলা ভাষায় নির্মিত ছবি অংশ নিতে পারবে। উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে আগামী ১৯ ফেব্রুয়ারি ঢাকায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এতে চার দিন নির্বাচিত ছবি প্রদর্শন করা হবে। প্রথমদিন রেডকার্পেট ও পঞ্চম দিন পুরস্কার বিতরণীর আয়োজন থাকবে। এছাড়া নির্বাচিত কয়েকটি ছবি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্ব নেবে আয়োজকরা।