ভারতের নাম ডাকওয়ালা চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। এ বছর সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সম্প্রতি তাঁর পরিচালিত ‘রাজকাহিনি’ ছবিতে কাজ করেছেন ভারতের আলোচিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমবারের মতো সৃজিতের সঙ্গে কাজ করে রীতিমত মুগ্ধ হয়ে গেছেন ঋতুপর্ণা। বললেন, ‘ছবির প্রতি একজন নির্মাতা যে কতটা দায়বদ্ধ হতে পারেন, তা সৃজিতের সঙ্গে কাজ করে উপলব্ধি করেছি।’
নব্বই দশকের শুরুতে ‘শ্বেত পাথরের থালা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ঋতুপর্ণা। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন অনেক নামকরা পরিচালকের সঙ্গেও। এবার প্রথম অভিনয় করলেন সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনি’ ছবিতে।
সৃজিতের ছবিতে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমি এখন পর্যন্ত নানা ভাষার শতাধিক ছবিতে কাজ করেছি। সম্প্রতি ‘রাজকাহিনি’ ছবির কাজ শেষ করলাম। পরিচালক সৃজিত মুখার্জি। এটা তাঁর সঙ্গে আমার প্রথম কাজ। ছবিতে আমার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। সৃজিতের সঙ্গে রুথম কাজ, অথচ মুগ্ধ না হয়ে পারিনি।’
ঋতুপর্ণা আরও বলেন, ‘দেশভাগের গল্প নিয়ে ‘রাজকাহিনি’ নির্মিত হয়েছে। এই ছবিতে অভিনয় করতে গিয়ে খুব কষ্ট হয়েছে। শরীরের নানা জায়গা কেটে গেছে, ছিঁড়ে গেছে। বন্দুক চালাতে হয়েছে। এত কিছুর পরও সৃজিত বলেছে, ‘আই ডোন্ট ওয়ান্ট এনি কম্প্রোমাইজ। সে মুখে কালি লাগুক, মাথায় ঝুল লাগুক- তাতে আমার কিছুই যায় আসে না। আই ওয়ান্ট দ্য পারফরম্যান্স।’
ঋতুপর্ণা এখন হিন্দি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। ভারতের মধ্য চন্দ্র কান্ত সিংহ পরিচালিত ছবিটিতে আরও আছেন বলিউডের অভিনেত্রী নেহা ধুপিয়া।
You must be logged in to post a comment.