বিনোদন

যে কারণে শাকিবকে ভয়


শাকিব খানকে বলা হয় ঢালিউড কিং। রাজার ভয়ে প্রজারা সবসময় তটস্থ থাকলে শাকিব খানকে কেন ভয় পাবে না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। হ্যাঁ সত্যিই তাই, শাকিব খানকে ভয় পান স্বয়ং পরিচালক, প্রযোজকরাই।

খবরটি শুনে অবাক হওয়ার কিছুই নেই। কারণ ঢাকাই ছবির ব্যস্ততম এ নায়ককে নিয়ে সবাই ভয়ে থাকেন কখন তিনি কার শিডিউল ফাঁসিয়ে দেন। শুটিং স্পটে দেরিতে আসাও ভয়ের আরেক কারণ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘শাকিব খানকে কখনো সময় মতো শুটিং স্পটে আসতে দেখিনি। আর দেরিতে আসার ফলে পুরো শুটিংয়ে বিলম্ব হয়। মানে একজনের জন্য সবার ক্ষতি হয়।’

আরেক পরিচালক বলেন, ‘একে তো শাকিব খানকে নেওয়া মানে বাড়তি খরচ, বাড়তি যন্ত্রণা। তাঁর ওপর যদি তিনি শিডিউল ফাঁসিয়ে দেন তাহলে এক মাসের টার্গটের ছবি শেষ করতে অনেক সময় দুই মাসও লাগে।’ ঢাকাই ছবির এ শীর্ষ নায়কের পারিশ্রমিকও আকাশছোঁয়া। এসব কারণে শাকিব খানকে নিয়ে কাজ করার আগে শতবার ভাবেন পরচিালক-প্রযোজকরা…