খেলাধুলা

মোহাম্মদ রফিকের সাক্ষাৎকার


বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মোহাম্মদ রফিক। বাংলাদেশ দলে তাঁর অবদানের কথা কখোনোই ভুলবে না এদেশের মানুষ। একটা সময়ে দলের প্রয়োজনে বলের পাশাপাশি ব্যাট হাতেও মাঠ মাতাতেন বাঁহাতি এই ক্রিকেটার। আরব আমিরাতে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগে (এমসিএল) একটি দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পারেন তিনি। বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন শুভ সকালের  সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন ইফতেখার শুভ

শুভ সকাল: মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগে (এমসিএল) কবে যাচ্ছেন?
রফিক : এখনও কথা চলছে, ফাইনাল হয়নি। তবে খুব শিগগির যেতে পারব বলে আশা করছি।

শুভ সকাল: ওখানে তো সাকলাইন মোস্তাক, মুত্তিয়া মুরালিধরনদের কোচ হচ্ছেন?
রফিক : হ্যাঁ, ওরকমই কথা হচ্ছে। তবে শুধু কোচ নয়, আমাকে খেলনোরও আগ্রহ আছে ওদের। তাই মাঠে খেলারও একটা সম্ভাবনা আছে।

শুভ সকাল: এমসিএলে ডাক পেলেন, বাংলাদেশের জন্য তো mohammad_rafiq-03এটা অবশ্যই গৌরবের?
রফিক: আমি মনে করি শুধু গৌরব নয়, এর মাধ্যমে বাংলাদেশের আরও অনেক ক্রিকেটার এ ধরনের টুর্নামেন্টে সুযোগ পাবেন।

শুভ সকাল: জাতীয় দলের হয়ে খেলা কি মিস করেন না?
রফিক: সত্যি কথা বলতে, বয়সের সঙ্গে সব কিছুই মানিয়ে নিতে হয়। এক সময় খারাপ লাগত। এখন আর লাগে না।

শুভ সকাল: ক্রিকেট থেকে কি একেবারেই দূরে আছেন?
রফিক: না। আপাতত ক্রিকেট কোচিংয়ের সঙ্গে আছি। আবহানী মাঠে কোচিং করাতে যাই। সেইসঙ্গে কেরানীগঞ্জে নিজে একটি একাডেমি করতে চাই। সেজন্য কাজ করছি।

শুভ সকাল: ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন না কেন?
রফিক: দেখুন বহুবারই নিজ থেকেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বারবার সময় নিয়ে পরে আর কিছুই জানাননি। ক্রিকেটকে আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু আমি কেন বঞ্চিত হচ্ছি, তা জানি না।

শুভ সকাল: আপনাদের সময়ের জাতীয় দল আর বর্তমান দলে মধ্যে পার্থক্য কি?
রফিক: অনেক তফাৎ। জাতীয় দল দিন দিন উন্নতি করছে। আমাদের সময়ে জাতীয় দল খেলতো ক্রিকেট উন্নয়নের জন্য। আর এখন জাতীয় দল খেলে ম্যাচ জয়ের জন্য।

শুভ সকাল: অধিনায়ক মাশরাফি সম্পর্কে কিছু বলুন…
রফিক: আমি ওর অধিনায়কত্বে খেলিনি। তবে এক বছর ধরে দেখছি। সদ্য শেষ হওয়া বিপিএলে মাশরাফির নেতৃত্ব ছিল অসাধারণ। আর ব্যক্তি হিসেবে মাশরাফি একজন স্থিরবুদ্ধির মানুষ।