বিতর্কে জড়িয়ে পড়া আনুশকা শর্মার জন্য নতুন কিছু নয়। ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে সম্পর্কের কারণে যেমন তিনি আলোচিত,
তেমনি সাংবাদিককে লাঞ্ছনা করেও কম সমালোচিত হননি। আবারো আনুশকাকে ঘিরে বিতর্কের ঢেউ। এবার বিতর্কের কেন্দ্রে কোহলি একা নন, তাঁর প্রেমিকা আনুশকাও আছেন।
বিতর্কটার জন্ম গত রোববার, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ডেয়ারডেভিলসের খেলা চলার সময়। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টিতে খেলা অবশ্য তখন সাময়িক বন্ধ ছিল। সে সময় ভিআইপি বক্সে থাকা আনুশকার সঙ্গে গল্পে মেতে ওঠেন কোহলি। যে দৃশ্য দেখা যায় জায়ান্ট স্ক্রিনেও। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। তবে কোহলি-আনুশকার ‘আড্ডা’র সময় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়নি। আইপিএলের নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় সতীর্থ ছাড়া অন্য কারো সঙ্গে কোনো ক্রিকেটার কথা বলতে পারবেন না।
ব্যাঙ্গালোরের অধিনায়ক কোহলি এই নিয়ম ভাঙায় আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বেশ বিরক্ত। তিনি বলেছেন, ‘আমাদের কিছু বিষয়ে নিয়ম না ভাঙাই উচিত। আমি এ নিয়ে তাঁর (কোহলির) সঙ্গে কথা বলেছি। তাঁকে বলেছি, আনুষ্ঠানিকভাবে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত তাঁর কথা বলা ঠিক হয়নি। আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের কর্মকর্তারা এ বিষয়ে আমাদের অবহিত করলে অবশ্যই আমরা তাঁকে সতর্ক করব। আমি অবশ্য তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে এমন কাজ করতে নিষেধ করেছি।’
সেদিন খেলা বন্ধ থাকার সময় শুধু কোহলি নয়, যুবরাজ সিং ও দীনেশ কার্তিককেও দেখা গেছে ভিআইপি বক্সে। এ নিয়ে ভীষণ ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও এনডিটিভির ক্রিকেট বিশেষজ্ঞ ডিন জোন্স, ‘খেলোয়াড়দের আর কত বোঝানো দরকার যে তাঁদেরই ক্রিকেটের বিশুদ্ধতা রক্ষা করতে হবে। এটা তাঁদেরই দায়িত্ব। খেলোয়াড়রাই তো ক্রিকেটের বিশ্বস্ত প্রহরী।’
You must be logged in to post a comment.