বহুদিন পরে আবার পর্দায় ফিরছেন সাবেক মিস ইউনিভার্স ও বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী সুস্মিতা সেন।
আগামী ১ মে মুক্তি পাবে তাঁর নতুন ছবি। তবে কোনো হিন্দি ছবি নয়, তাঁর ক্যারিয়ারের প্রথম বাংলা ছবি দিয়ে পর্দায় ফিরছেন এই দীর্ঘদেহী অভিনেত্রী। ছবির নাম ‘নির্বাক’। খবরটি জানিয়েছেন এর পরিচালক সৃজিত মুখার্জি। ছবিটিতে একজন নারীকে ঘিরে চারটি ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। যাতে ঠাঁই পেয়েছে ভালোবাসা, লালসা, অনুরাগ, ঈর্ষা, বিরহ, বিচ্ছেদের মতো মানবীয় ঘটনা। আর এই ব্যতিক্রমী নারী চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা।
শব্দ প্রকৌশলী রেসুল পুকুট্টির আত্মজীবনী পড়ে ‘নির্বাক’ ছবিটি তৈরিতে অনুপ্রাণিত হয়েছেন সৃজিত। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই পরিচালকের নতুন এ ছবিটিতে আরও অভিনয় করেছেন অঞ্জন দত্ত, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী।
You must be logged in to post a comment.