যাকে বলে “খাতি পিতি ঘর কি লাগতি হ্যায়”। একটা সময় ছিল যখন ৩৬-২৪-৩৬ এই কনসেপ্ট থেকে হাজার হাজার দূরের বাসিন্দার ছিলেন তাঁরা। কিন্তু এখন তাঁদের দেখলে কে বলবে এই সেই মেয়ে বা ছেলে। আমারা কথা বলছি এমন কিছু বলি সেলেবদের নিয়ে যাঁরা এককালে রীতিমত ফ্যাটি ছিলেন। কিন্তু মেদ ঝড়িয়ে তাঁরা এখন মোস্ট অ্যাটাকটিভ পার্সেন। আসুন আজ চোখ রাখি ফ্যাটি সেই সব সেলেবদের দিকে।
১. জ্যাকি ২. অর্জুন কাপুর ৩. সোনাক্ষী সিনহা ৪. কারিনা কাপুর ৫. আলিয়া ভাট ৬. সোনম কাপুর
You must be logged in to post a comment.