শুভ সকাল ডেস্ক:
শোবিজ তারকাদের দারুণসব ছবি তুলে অনেকের পছন্দের ফটোগ্রাফার হয়ে উঠেছেন তরুণ তূর্কী শফিকুল হক আলিফ। একটা সময়ফেসবুকে এম আর রানার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হন। তিনি একজন ওয়েডিং ফটোগ্রাফার। তার পেইজটাই বাংলাদেশে ফটোগ্রাফি পেজের মধ্যে ভেরিফাইড ছিলো। আলিফ বলেন,‘প্রথমে উনার ছবি দেখেই ফটোগ্রাফি করার ইচ্ছে তৈরি হয়। আমার ইন্সপিরেশন ছিলো এম আর রানা ভাই।’
আলিফের ফটোগ্রাফি পেইজের নাম ‘ফটোওয়ার্ক বাই আলিফ’। এম আর রানাই এ নামটি ঠিক করে দিয়েছিলো। তারপরেই ফটোগ্রাফি লাইফের যাত্রা শুরু আলিফের। তার উল্লেখযোগ্য কাজগুলোর মাঝে অন্যতম কাজ হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজার অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবেপ্রায় ২ বছর যাবৎ কাজ করা। এছাড়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৩’-এর অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন।
আলিফ প্রধানত পোট্রেট ফটোগ্রাফি বেশি পছন্দ করেন। তিনি বলেন, ‘ফটোগ্রাফি জীবনে স্মরণীয় মুহুর্ত আসলে অনেকগুলো। তবে আফরান নিশো ভাইয়ের শ্যুট কারাটা সবচেয়ে মধুর স্মৃতী। কারণ তার ছবি তোলার খুব ইচ্ছে ছিলো।অনেক সেলিব্রেটির ছবি তুলেছি কিন্তু আমি নিশো ভাইয়ের অনেক বড় ভক্ত। তাই নিশো ভাইয়ের ছবি তুলতে চাই আরও বেশি বেশি।’
নিশো ছাড়া কণ্ঠশিল্পী লিজা ও কণার ছবি তুলতেও তার খুব ভালো লাাগে। তিনি বলেন, ‘যাদের সাথে কাজ করছি সব তারকার সঙ্গেই আমার সুসম্পর্ক। সকলের দোয়ায় এগিয়ে যেতে চাই।’
You must be logged in to post a comment.