বিনোদন

পহেলা ফাল্গুনের টেলিফিল্ম ‘মাংকি বিজনেস’

এনটিভিতে পহেলা ফাল্গুন উপলক্ষে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে এয়ারটেল নিবেদিত বিশেষ টেলিফিল্ম ‘মাংকি বিজনেস’। রাহাত রহমানের রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মে অভিনয় করেছেন- তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, সাবিলা নূর, শবনম ফারিয়া, তামিম মৃধা, আপন, নিবেদিতা প্রমুখ।
গল্প সংক্ষেপ : ‘বিবিএ পড়–য়া শান্তশিষ্ট স্বভাবের ছেলে রাফি। বাবা দুলাল সাহেব একজন ব্যবসায়ী। বড় ছেলে নাফি বিয়ে করে বউ নিয়ে শ্বশুড়ের দেওয়া ফ্ল্যাটে আলাদা সংসার সাজিয়েছে। মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পাওয়ার কারণে রাফি লামিয়াকে তাঁর পছন্দের কথা বলতে পারেনি। একদিন লামিয়ার ফেসবুক প্রোফাইল ঘাটতে যেয়ে সে জানতে পারে লামিয়া বিবাহিতা। ভেঙে পড়ে রাফি। একদিন তাঁর বাসায় আসে খুব সুন্দরী এক মেয়ে। রাফি খুব আগ্রহ নিয়ে মেয়েটির পরিচয় জানতে চাইলে সে জানায়, সে রাফিরই কল্পনা! দুলাল সাহেবও তাঁর একঘেঁয়ে জীবনে একটু ভিন্নতা খোঁজেন। একই এপার্টমেন্টের দোতলায় নব্য বিবাহিত শায়লাদের বাসায় প্রায়ই বিভিন্ন অজুহাতে ঘুরতে যান তিনি। আর ওইদিকে রাফির বড় ভাই নাফি বউয়ের প্রতিনিয়ত বাড়তে থাকা চাহিদা মেটাতে গিয়ে নিজের অফিস থেকে বেশ বড় অংকের টাকা আত্মসাৎ করে ফেলে। এই পরিবারের নিত্যদিনের সব ঝামেলা, চিৎকার, চেঁচামেচি এখন নিত্যদিনের সঙ্গী।