বিনোদন

নৃত্যনাট্য নিয়ে ফ্লোরিডায় ভাবনা


জনপ্রিয় অভিনেত্রী ভাবনা মূলত একজন নৃত্যশিল্পী। শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমে রয়েছে তাঁর বেশ দক্ষতা। তবে ভাবনা অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ায় সেভাবে নাচে আর সময় দিতে পারেননি। এজন্য তাঁর ভক্তরা প্রায় ভুলেই গেছেন যে নাচেও ভাবনা বেশ পারদর্শী। তবে নৃত্যনাট্য নিয়ে আবারও দর্শকের সামনে আসছেন ভাবনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যে পারফর্ম করবেন তিনি। তবে দেশের ভক্তদের জন্য এটা তেমন সুখের খবর নয়।path

কারণ নৃত্যনাট্য নিয়ে দেশের বাইরে যাচ্ছেন ভাবনা। আসছে ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অনুষ্ঠিত ‘৪র্থ উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলন’র উদ্বোধনী অনুষ্ঠানে ‘চিত্রাঙ্গদা’ নিয়ে হাজির হবেন ভাবনা। ভাবনা বলেন, ‘দেশের ভেতরে অনেকবার আমি ‘চিত্রাঙ্গদা’ উপস্থাপন করেছি। দেশের বাইরেও অনেক জায়গায় যাওয়ার কথা ছিল। কিন্তু আমি সবসময়ই চেয়েছি একটি ভালো মানের অনুষ্ঠানে যেগি দিতে। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। যাঁরা আমাকে এই সুযোগ করে দিয়েছেন তাঁদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ।’

ফ্লোরিডার ওয়েস্ট পাল্ম বিচের ‘ব্যাক মিডল স্কুল অব দ্য আর্টস অডিটরিয়াম’এ ‘৪র্থ উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে যোগ দেওয়ার লক্ষ্যে আজ রাত ২টার কাতার এয়ারলাইনসের বিমানে চড়বেন ভাবনা। আগামী ৭ এপ্রিল দেশে ফিরবেন তিনি।

এদিকে অনিমেষ আইচের নির্দেশনায় একটি চলচ্চিত্রে কাজ করবেন বিধায় ভাবনা বিগত বেশ কয়েক মাস যাবত নাটক-টেলিফিল্মে অভিনয় রয়েছেন না। নাম পরিবর্তিত হওয়া এই চলচ্চিত্রের শুটিং শিগগিরই শুরু হবে বলে জানালেন ভাবনা।