বিনোদন

নীপার আক্ষেপ…


দেশের নৃত্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় নাম শামীম আরা নীপা। সেই আশির দশকের শুরু থেকে এখনো শুধুমাত্র নাচকে সঙ্গী করেই তাঁর পথচলা। সৃজনশীল নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দেশ ও দেশের বাইরে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। এমনকি দেশের নৃত্যচর্চাকে গতিময় করতে আরেক জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলী মহম্মদের সঙ্গে যৌথভাবে গড়ে তুলেছেন ‘নৃত্যাঞ্চল’ নামের প্রতিষ্ঠান।

ইদানিং গুনী এই নৃত্যশিল্পী বেশ কিছু বিষয় নিয়ে চরম হতাশ। শুধু তাই নয়, তিনি আক্ষেপ প্রকাশ করেছেন সম্প্রতি ঘোষিত একুশে পদক ও স্বাধীনতা পদক নিয়ে। কারণ বেশ কয়েক কছর হলো রাষ্ট্রীয় পদকপ্রাপ্তদের কোন তালিকায় নেই কোন নৃত্যশিল্পীর নাম। অথচ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের গুণীজনেরা নিয়মিত এসব রাষ্ট্রীয় সম্মননায় ভূষিত হচ্ছেন। এসব নিয়েই নীপার আক্ষেপ। তিনি বলেন, ‘আমাদের দেশের সংস্কৃতিতে নাচের অস্তিত্ব কি এতাটাই নগন্য যে এ অঙ্গনের গুণীজনদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া যাবে না? অথচ দেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করতে নাচকেই গুরুত্ব দেওয়া হয়। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠান সম্পন্ন হয় না নাচ ছাড়া। শুধু আমাদেরকে সম্মান জানানোর বেলায় তাহলে কার্পন্য কেণ? এই প্রশ্ন রইলো সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের কাছে।’

নীপা আরও বলেন, ‘যদি কতৃপক্ষ ভেবে থাকেন যে দেশে একুশে পদক বা স্বাধীনতা পদক পাওয়ার মতো কোন নৃত্যশিল্পী নেই, তাহলে একজন নৃত্যশিল্পী হিসাবে আমি বলব, অন্যান্য অঙ্গনের যারা এসব পদক পাচ্ছেন তাঁরা কতোটা যোগ্য? আমি আশা করব ভবিষ্যতে এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রতিবছর নৃত্যাঙ্গনের গুণীজনদের সম্মননা জানানো হবে।’

এদিকে শামীম আরা নীপা তাঁর দল ‘নৃত্যাঞ্চল’র শিল্পীদের দিয়ে ব্যস্ত আছেন পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন নাচের অনুষ্ঠান নিয়ে। সামনেই নাচ নিয়ে পুরো দলসহ ১৫ দিনব্যাপী চীন সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

লিখেছেন-মাসিদ রণ