আন্তর্জাতিক

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে কেজরিওয়াল


ভারতের রাজধানী নয়া দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) মুখ্যমন্ত্রী প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন।
মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত ফল বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এসব ফলে দেখা যায়, বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬৩টিতে এগিয়ে আছেন কেজরিওয়াল। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী কিরণ বেদি এগিয়ে আছেন ৬টি আসনে। আর কংগ্রেসের অজয় মাকেন ১টি আসনে এগিয়ে আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল।
নির্বাচনী ফল বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ ধারাবাহিকতা বজায় থাকলে এএপি আবারও দিল্লিতে সরকার গঠন করতে যাচ্ছে।’
অপরদিকে নির্বাচনের ফলের বর্তমান প্রবণতাকে তাদের ‘বিপক্ষে’ বলে স্বীকার করেছে বিজেপি।
এর আগে গত শনিবার নির্বাচনের দিন বিভিন্ন বুথ ফেরত জরিপে এএপি ৪২টি ও বিজেপি ২৬ আসন পাবে বলে উঠে আসে। আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে আজ মঙ্গলবার।
শনিবার বুথ ফেরত জরিপের ফল হাতে পেয়েই দিল্লির ভোটারদের ধন্যবাদ জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। টুইটার বার্তায় তিনি জাত-পাত ও ধর্মভিত্তিক রাজনীতিকে প্রত্যাখ্যান করায় দিল্লিবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
নির্বাচনের আগে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতেও মূলত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিজেপির কিরণ বেদি ও এএপির অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস দেওয়া হয়। দুজনই ভারতের সাবেক সরকারি কর্মকর্তা আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দু’জনই র‌্যামন ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত।
১৬ বছর ধরে দিল্লির ক্ষমতার বাইরে থাকা বিজেপি লড়াইয়ে টিকে থাকতে এবার সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদিকে মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন দেয়। প্রচারণার সময় কিরণ ও কেজরিওয়াল উভয়েই সুশাসন, দুর্নীতিমুক্ত ও নারীদের জন্য নিরাপদ দিল্লি গড়ার প্রতিশ্রুতি দেন।
গত শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় দিল্লি বিধানসভা নির্বচনের ভোটগ্রহণ, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনে ৬৩.৪৬ শতাংশ ভোট পড়েছে বলে জানায় দেশটির নির্বাচন কমিশন। ভোট দেওয়ার হার কমিশনের প্রত্যাশার চেয়ে কিছুটা কম। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া