শাহরিয়ার শাকিলের পরিচালনায় নতুন দুই বিজ্ঞাপনের মডেল হলেন দর্শকনন্দিত অভিনেত্রী অপি করিম। এসকিউ গ্রুপের দুটি বিজ্ঞাপনে তাঁকে দেখা যাবে। সম্প্রতি বম্বেতে বিজ্ঞাপন দুটির চিত্রায়ন হয়েছে। এসকিউ লাইটের বিজ্ঞাপনে অপি করিম একাই অভিনয় করেছেন। আর এসকিউ কেবলের বিজ্ঞাপনে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বম্বের মডেল ভিশাল পাটনি।
অপি বলেন, ‘গত কোরবানির ঈদে শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘পিছুটান’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছিলাম। এবার তাঁর নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করলাম। কাজটি করে আমি অনেক আনন্দিত। আশা করছি এটি দর্শকদের ভালো লাগবে।’
নির্মাতা শাহরিয়ার শাকিল বললেন, ‘এর আগে ট্রাভেল শো, টেলিছবি নির্মাণ করলেও বিজ্ঞাপন এবারই প্রথম নির্মাণ করলাম। আমার এই বিজ্ঞাপনে অপিকে নতুনভাবে দেখা যাবে। বিজ্ঞাপনটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই এটি সব টিভি চ্যানেলে প্রচার হবে।’