ক্রিকেটার হাবিবুল বাশার সুমন মাঠ ছেড়েছেন অনেক আগে। কিন্তু অন্য পেশায় যাননি। তবে এবার অনুরোধেই রাজি হয়েছেন অভিনয় করতে। কনা রেজার গল্প অবলম্বনে ধারাবাহিক নাটক ‘শূন্য জীবন’-এ দেখা যাবে তাকে। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ।
জানা গেছে, কিছু স্বপ্নবাজদের নানা ঘটনা নিয়ে এটি নির্মিত হয়েছে।
হাবিবুল বাশার সুমন ছাড়া অন্য শিল্পীরা হলেন হান্নান শেলী, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, স্বাগতা, মৌসুমী নাগ, আলভী, নওশাবা, অর্ষা, সাজু খাদেম, প্রাণ রায়, রওনক হাসান, আদনান ফারুক হিল্লোলসহ অনেকে।
নাটকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। আগামী বৃহস্পতিবার এর প্রথম পর্ব দেখানো হবে।