বিনোদন

দিতির ‘পাশে থাকাই কাছে থাকা নয়’


রুপালিপর্দায় পদার্পণ থেকে আজও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পারভীন সুলতানা দিতি। গতকাল থেকে শুটিং শুরু করেছেন তিনি শারমিন চৌধুরী ইফসিতা রচিত আদিত্য জনি পরিচালিত ‘পাশে থাকাই কাছে থাকা নয়’ নাটকের।

নাটকের গল্পে তিনি একজন যতœশীল মা। তিনি সন্তানের প্রতি সব সময় খেয়াল রাখেন। সব বিষয়ে পরামর্শ প্রদান করেন। সন্তানের মঙ্গল কামনাই তাঁর মূল লক্ষ্য। কিন্তু আদরের সন্তানের জীবনে দেখা দেয় নানা সমস্যা। এই পরিস্থিতিতে কি করবেন তিনি? এমনই নানা কাহিনী নিয়ে এগিয়ে যাবে নাটকের কাহিনী।

নাটক প্রসঙ্গে দিতি বলেন, ‘নাটকের গল্পটি ভিন্ন ধরনের। ভালো গল্পে অভিনয় করতে ভালোই লাগে। প্রচ- গরমের মধ্যেও শুটিং করছি। আশা করি নাটকটি দর্শকরা উপভোগ করবেন।’

দিতি ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করছেন সজল ও অর্ষা।