সম্প্রতি সাশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে বিবেকের দাদাসাহেব ফালকে সম্মাননা পাওয়ার খবর৷ যদিও সে খবর কতটা সত্যি তা নিয়ে সংশয় আছে, কিন্তু আপাতত রসিকতায় উত্তাল সোশ্যাল মিডিয়া৷ কেউ কেউ বলছে, ‘বিবেক ওবেরয় যদি দাদাসাহেব ফালকে প্রাইড সম্মান পেতে পারেন, তবে হানি সিংকেও গ্র্যামি দেওয়া যেতে পারে-’।
‘কৃশ-২’ ছবির পর আর কোনও ছবিতে দেখা যায়নি বিবেককে৷ তাই এক বিনোদন সাংবাদিক বিবেককে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘প্রায় কোনও ছবিতে অভিনয় না করেই এই পুরস্কার পাওায়ার জন্য৷’ একই সঙ্গে খোঁচা দিয়ে জানতে চেয়েছেন, মোদীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন কি না? ফেসবুকে আর একজন মজা করে বলেছেন, বিবেক যদি এই পুরস্কার পান, তাহলে অভিষেক বচ্চন, উদয় চোপড়া, তুষার কাপুর, ববি দেওলরাও আশাবাদী হতে পারেন৷ অন্য একজন বলছেন, তাঁর এই পুরস্কার আরও একবার প্রমাণ করল যে, সবকিছুই সম্ভব৷ কেউ কেউ আবার এর সঙ্গে রাহুল গান্ধীর ঘরে ফেরার যোগ টেনে বলছেন, দুটোই হার্টের রোগীদের জন্য ভালো খবর নয়৷ কেউ কেউ আবার বলছেন কামাল আর খানকে অস্কার দেওয়া আর বিবেককে দাদাসাহেব পুরস্কার দেওয়া একই৷ খবর সত্যি হোক বা না হোক, অনলাইনের জগতে আবার আলোয় ফিরেছেন বিবেক ওবেরয়৷ বহুদিন বাদে প্রায় ভুলে যাওয়া তাঁর নাম আবার নতুন করে মনে করছেন সকলে৷ অনেকে বলছেন, এ আসলে প্রচারে ফেরারই ফিকির মাত্র, অর্থাৎ পাবলিসিটি স্টান্ট৷ তা সত্যি কি না, তাও অবশ্য জানা যাচ্ছে না, তবে কে না জানে বলিরপাড়ায় ‘এনিথিং ইজ পসিবল’৷
You must be logged in to post a comment.