বিমানকর্মীদের তোপের মুখে পড়েছেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী নিকোল কিডম্যান। সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহনের প্রচারণায় যুক্ত হওয়াই কাল হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ান এই অভিনেত্রীর জন্য। ইতিহাদ এয়ারওয়েজের মডেল হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে ক্ষেপেছে উড়োজাহাজ কর্মীরা। এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী কিডম্যানের কড়া সমালোচনা করেছে অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল অ্যাটেনড্যান্টস (এপিএফএ)।
ইতিহাদ এয়ারওয়েজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অন্তঃসত্ত্বা হলেই নারী কর্মীদের চাকরিচ্যুত হতে হয়। এছাড়া পুরুষ সহকর্মীদের সঙ্গে একই কমপাউন্ডে থাকার জন্য বাধ্য করা হয় তাঁদেরকে। এমন প্রতিবেদনও প্রকাশ হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে স্বামীরা তাঁদের স্ত্রীকে নির্যাতন করার অধিকার রাখেন। বিয়ের পর নিপীড়নের কোনো শাস্তি দেশটিতে নেই।
২০০৬ সাল থেকে জাতিসংঘের নারীবিষয়ক শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা কিডম্যান কীভাবে এমন একটি পরিবহনের মডেল হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ক্ষোভ নিয়ে অবশ্য তিনি এখনও মুখ খোলেননি।
২৫ হাজার বিমান কর্মীর প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে এপিএফএ। এর মধ্যে ১৯ হাজার নারী কর্মী আছেন। তাঁরা বলেছেন, ‘শ্রমিকদের সঙ্গে অবমাননাকর আচরণ করে থাকে এমন প্রতিষ্ঠানের প্রচারণা না করার জন্য নারী ও মেয়েদের পক্ষ থেকে আমরা নিকোল কিডম্যানের প্রতি আহ্বান জানাই। আপনি একজন নারী হিসেবে যে পৃথিবীর পক্ষে, বিমান পরিবহনটির দেশ তাঁর বিপক্ষে।’
You must be logged in to post a comment.