বিনোদন

ঢাকা মাতিয়ে গেলেন মিকা সিং


বিকেল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছিল। তবুও বৃষ্টি উপেক্ষা করে শ্রোতারা ভিড় জমিয়েছিল বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে। Mika-Singh-0-32bb

গতকাল শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘মিকা সিং নাইট। বলিউডের জনপ্রিয় গায়ক মিকার গান শুনতে চলে আসেন মিকা ভক্তরা।

ঘড়ির কাঁটায় তখন ঠিক ৭টা ২০ মিনিট। মিকা ‘মাস্তকালান্দার’ গানটি গাইতে গাইতে মঞ্চে আসেন। গানটি শেষে মিকা রুনা লায়লাকে স্মরণ করলেন। এবং বাংলায় বললেন, ভালোবাসি তোমাদের। এরপর শুরু করলেন তাঁর কণ্ঠের সব হিট গান। ‘দিল মে বাজি গিটার’, ‘ধিনকা চিকা’, ‘গান্দি বাত’, ‘লং ড্রাইভ’, ‘জুম্মে কি রাত হে’, ‘চিন তা তা চিতা’, ‘তু মেরে আগাল বাগাল’, জনাবে আলী’, ‘পুঙ্গি’, ‘বুম বুম বুম’, ‘সুবাহ হনে না দে’, সিং ইজ কিং, ‘দেশি বিট’, ‘মজা হি মজাসহ কিশোর কুমার ও বাপ্পি লাহিড়ীর গানও করেন টানা তিন ঘণ্টা। পুরো সময় তিনি একে একে সুপার হিট গানগুলো গেয়ে শোনান। ঢাকার শ্রোতারা প্রাণ ভরে গানের তালে তালে মিকার সুরে নেচেছেন।

মাঝে বাংলা গানের চমকও দেন তিনি। ‘পাগলু থোরা সা কারলে রোমান্স’ ও ‘তুই আমার হিরো’ গান দুটি সর্বাধিক শ্রোতাপ্রিয় হওয়ায় গান দুটি আবারও গেয়ে শোনান তিনি। গানের ফাঁকে ফাঁকে নিজেও নেচেছেন এবং ড্রাম বাজান এই গায়ক। পুরো আয়োজনে মিকার সঙ্গে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী অদিতি। এম বায়িংয়ের আয়োজনে ‘ব্লাক হর্স প্রেজেন্টস মিকা সিং নাইট’ পারফর্ম করেন তিনি। কনসার্টের মিডিয়া পার্টনার এসএ টিভি, রেডিও পার্টনার রেডিও আমার ও হসপিটালিটি পার্টনার দি ওয়েস্টিন ঢাকা। অনুষ্ঠানটির যৌথভাবে স্পন্সর করেছেন ‘সোহানা এলইডি টিভি ও ফু ওয়াং সিরামিক