জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস হতাশা প্রকাশ করেছেন। গত ১১ মার্চ রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে অপু বিশ্বাস জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ওপর অনাস্থা পোষণ করে একটি স্ট্যাটাস দেন। অপুর স্ট্যাটাসের বিপরীতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমীও একটা স্ট্যাটাস দেন। এই নিয়ে দুই জনপ্রিয় অভিনেত্রী মুখোমুখি অবস্থান করছেন।
অপু তাঁর ফেসবুক পেইজ স্ট্যাটাসে লিখেছেন, ‘মৌসুমী আপু অনেক ভালো কাজ করেন এবং দেবদাস ছবিতেও অনেক ভালো কাজ করেছেন। কিন্তু ছবিতে পার্শ্ব অভিনেত্রী ছিল মৌসুমী আপু। তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন দেবদাস ছবিটির জন্য। কিন্তু ছবিটির প্রধান নায়িকা আমি। দেবদাস ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেলে সেটা আমার পাওয়ার কথা। কিন্তু পাচ্ছেন মৌসুমী আপু। এমন বিচারক কমিটির কার্যক্রমে আমি হতাশ। এভাবে আর কত দিন? আমরা শিল্পীরা কি কোনো দিন সঠিক মূল্যায়ন পাব না?’
এদিকে অপুর বক্তব্যের প্রেক্ষিতে চিত্রনায়িকা মৌসুমী ১২ মার্চ দুপুরে একটি পাল্টা ফেসবুকে স্ট্যাটাস দেন। মৌসুমী তাঁর স্ট্যাটাসে বলেন, ‘অপু কে আমি যতদূর চিনি এমন স্ট্যাটাস সে কখনো দিতে পারে না। তাঁর অজান্তে এটা পোস্ট হয়েছে বলে আমার বিশ্বাস, অপু ফিল্মের জন্য কম কষ্ট করেনি, ভালোবেসে ফেলেছে, সবাই যখন হাল ছেড়ে দিল অপু তখনও হাল ছাড়েনি। যারা তাঁকে নিয়ে আমাকে জড়িয়ে এমন অপপ্রচার করছেন, ফিল্মকে ধ্বংস করছেন, এবার থামুন। আর কত মিথ্যা! আমাকে নিয়ে তো আর কোনো খবর বাকি নেই, মনের মাধুরী মিশিয়ে তাঁরা কথা লিখেন একবারও কি ভাবেন যে এতে দেশও নোংরা হয়। আসুন আর নোংরামি না করি। আসুন সবাই মিলে এসব অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’
উল্লেখ্য, ১০ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গেজেট ঘোষণা করা হয়েছে।
You must be logged in to post a comment.