লাইফ স্টাইল

গরমে দুই ফিতার স্যান্ডেল


গরমে দুই ফিতার স্যান্ডেল বেশ আরামদায়ক। বাজারে দুই ফিতার স্যান্ডেলের ডিজাইনেও এসেছে নতুনত্ব। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মারজান ইমু
দুই ফিতার রাবারের স্যান্ডেল থেকে কাপড়, কাঠ, স্পঞ্জ, কৃত্রিম ও খাঁটি চামড়ার স্যান্ডেলের চাহিদা বেশি তরুণ-তরুণীদের কাছে। বিশ্ববিদ্যালয় ও কর্মজীবী সবার কথা মাথায় রেখেই এসব স্যান্ডেল ডিজাইন করছেন ডিজাইনাররা। একদম ফ্ল্যাট থেকে শুরু করে দুই ইঞ্চি হিল সব ধরনের স্যান্ডেলই আছে। ক্যাজুয়াল লুকের স্যান্ডেলগুলো বেশ ছিমছাম। জরি, চুমকি বা স্টোন না দিয়ে শুধু বিভিন্ন রঙেরও আছে। তবে টিনদের জন্য বা পাটিতে পরার স্যান্ডেলগুলো বেশ গর্জিয়াস।

নিউমার্কেটে জুতা কিনতে আসা তাসনুভা পিয়া জনালেন, ‘গরমের কারণে পা ঘামে। তাই সারা দিন পা-বদ্ধ জুতা পরে থাকতে পারেন না। তাই দুই ফিতার স্যান্ডেল কিনছেন। এ ধরনের স্যান্ডেলের সুবিধা হলো- পা খোলা থাকে, ফলে পা ঘামে না। হাঁটতেও আরাম।sandle ajmeri asha 201672_0

বাজারে ক্যাজুয়াল লুকের স্যান্ডেলগুলোতে ডিজাইন হিসেবে মেটাল ব্যবহার করা হয়েছে। উপাদান হিসেবে কৃত্রিম ও খাঁটি চামড়া ব্যবহৃত হয়েছে। ফ্ল্যাট ও সেমি হিলের মধ্যেও বৈচিত্র্য আছে। হাটুতে ব্যথা থাকলে নরম রাবার বা স্পঞ্জের দুই ফিতার স্যান্ডেল পরতে পারেন। এনা লোড মোডের স্বত্বাধিকারী ও ডিজাইনার আনিকা ওসমান জানালেন, ‘ গ্রীষ্মের স্যান্ডেল হিসেবে দুই ফিতার স্যান্ডেলের ডিজাইন বেশি করেছি। এসব স্যান্ডেলে যেমন আছে ডিজাইনের ভিন্নতা তেমনি রঙের বৈচিত্র্য। বোতাম, ফুল, ফিতা আর কৃত্রিম পাথর দিয়ে ডিজাইন করা এসব ফ্যাশনেবল স্যান্ডেলের দামও তুলনামূলক কম। লাল, নীল, সবুজ, হলুদসহ বিভিন্ন রঙের এসব স্যান্ডেল সব পোশাকে মানায়।’

স্পঞ্জের সঙ্গে ভেলভেট কাপড় দিয়ে কাজ করা স্যান্ডেলগুলোও গ্রীষ্মের ধুলাবালিতে সহজেই ধুয়ে পরিষ্কার করে পরা যায়। চিকন থেকে মোটা সব ধরনের ফিতায় পাওয়া যায়।

গুলশান ডিসিসি মার্কেটের পাদুকা সম্ভারের বিক্রেতা লিটন মিয়া জানালেন, ‘আমাদের এখানকার স্যান্ডেলের বেশির ভাগই বিদেশি। মিয়ানমার, চায়না, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তুরস্ক থেকে আমদানি করা। কম বয়সীরা একটু গর্জিয়াস ধরনের দুই ফিতার স্যান্ডেল বেশি পছন্দ করছে। আর একটু বয়স্করা খোঁজেন আরামদায়ক দুই ফিতার স্যান্ডেল।’ বিদেশি স্যান্ডেল ছাড়াও আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলোও তৈরি করছে রকমারি দুই ফিতার স্যান্ডেল। ফ্যাশন হাউস ঘুরে দেখা গেল, দুই ফিতার স্যান্ডেলে নতুনত্ব এসেছে স্যান্ডেলের গোড়ালির অংশে। পায়ের গোড়ালি থেকে ওপরের বেশ খানিকটা অংশ পর্যন্ত থাকে বাঁধার মতো স্টাইলিশ ফিতা। এ স্যান্ডেলের ফিতা বাঁধছে কখনো পায়ের গোড়ালিতে, কখনো খানিকটা ওপরে। এ ধরনের বেশির ভাগ স্যান্ডেলই কৃত্রিম কিংবা খাঁটি চামড়ায় তৈরি। আরামদায়ক সোল আর দেশীয় নানা উপকরণ যেমন- কাঠ, পুঁতি, পাথর বা চুমকির ব্যবহার স্যান্ডেলকে আরো আকর্ষণীয় করেছে। কোনোটিতে পায়ের ঠিক মাঝ বরাবর পাতলা কাপড়ের ফুল, এক রঙা চামড়ার এক পাশে মাঝারি ফুল দেওয়া একটি স্টোন বসানো। হালকা সুতার কাজ, ক্রেপ কাপড় ব্যবহার করেও স্যান্ডেলের ডিজাইন করা হয়েছে।

কোথায় পাবেন ও দামদর

আড়ং, মায়াসীর, মান্ত্রা, যাত্রা, কাভা কাভা, এনা লা মোডসহ বিভিন্ন ফ্যাশন হাউসে দেখা মিলবে দুই ফিতার স্যান্ডেলের। বাটা, অ্যাপেক্স, বে এম্পরিয়ামসহ দেশি ব্র্যান্ডশপগুলোতেও পাবেন দুই ফিতার রকমারি স্যান্ডেল। ননব্র্যান্ডের স্যান্ডেল মিলবে ছোট-বড় যেকোনো শপিংমলেই। স্যান্ডেলের উপাদান ও উপকরণের ওপর নির্ভর করে দাম। রাবার বা স্পঞ্জের স্যান্ডেলগুলো ১৫০ থেকে ৪০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। কাঠ ও কাপড়ের সমন্বয়ে বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল পাবেন ২০০ থেকে ৪৫০ টাকায়। কৃত্রিম চামড়ার স্যান্ডেলের দাম নকশার ওপর নির্ভর করে ৩৫০ থেকে ১২০০ পর্যন্ত হতে পারে। আর খাঁটি চামড়ার দুই ফিতার স্যান্ডেল কিনতে গুনতে হবে ১২০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত।

– See more at: http://www.kalerkantho.com/feature/a2z/2015/03/23/201672#sthash.MXRgH7EJ.dpuf