সাহিত্য

ক্ষুদে লেখক নিম্মীর কবিতা

প্রমান

এবার আমি এমন কিছু করছি যে প্রমান,

কেউ জাননা বললে হবে আমার অপমান।

দোষটা কি আর আমার ভা্ই,

দেখছে সবাই চোখে তাই।

 

বলবো কি আর এবার আমি,

কেউ শোননা আমার কথাটি,

যার জন্য করলাম এতকিছু

সেই বলে গো দোষি আমি।

 

আমি করতে গেলাম এত উপকার,

সেই কিনা চায় আমার সর্বনাশ।

প্রমান পেয়েছি হাতে আমি,

বলবো সবার মাঝে, সত্যি।

  •               সাবরিন সুলতানা নিম্মী
  • ষষ্ঠ শ্রেনী, শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়