ক্যারিয়ারের চমৎকার সময় পার করছেন অভিনয়শিল্পী সোহানা সাবা। গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘বৃহন্নলা’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হন সাবা। মুক্তির পর ছবিটি দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নিয়ে সম্মান বয়ে আনে। ছবির প্রধান চরিত্রের অভিনয়শিল্পী সাবা অর্জন করেন কিছু পুরস্কার। সর্বশেষ ভারতের গোলাপি শহর নামে পরিচিত জয়পুরে সপ্তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বৃহন্নলা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন সাবা। একই ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন মুরাদ পারভেজ। সাবা এবার কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখলেন তিনি। অয়ন চক্রবর্তীর পরিচালনায় ছবিটির নাম ‘ষড়ঋপু’। রোমান্টিক থ্রিলারধর্মী এই ছবিতে সাবা ছাড়াও অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, চিরঞ্জিত, রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ, রায়শ শর্মা, সুদীপ্তা চক্রবর্তী ও কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
ছবির কাজের জন্য সোহানা সাবা এখন কলকাতায় আছেন। সাবা গতকাল শুক্রবার মুঠোফোনে বলেন, ‘এত ভালো লাগছে যে তা প্রকাশ করার ধরনটাই ভুলে গেছি। মাস দেড়েক আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হই। কিন্তু পরিচালকের নিষেধের কারণে তা সবাইকে জানাইনি। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের পর তা সবাইকে জানাচ্ছি।’
সাবা আরও বললেন, ‘আমার সহশিল্পীদের সবাই কলকাতার চলচ্চিত্রের পরীক্ষিত অভিনয়শিল্পী। তাঁদের সঙ্গে কাজ করতে যাচ্ছি ভেবে ভালো লাগাটা কাজ করছে অনেক বেশি। মনে হচ্ছে, অনেক নতুন কিছু শিখতে পারব।