বিনোদন

ইনগ্রিড বার্গম্যানের জন্মশতবর্ষে কান…


অমর অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যানের জন্মশতবর্ষ আগামী ২৯ আগস্ট। আর আগামী ১৩ মে শুরু হবে কানের ৬৮তম আসর। চলবে ২৪ মে পর্যন্ত। তাই তাঁকে শ্রদ্ধা জানিয়ে সাজানো হয়েছে এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার। এতে দেখা যাচ্ছে, তাঁর সেই দীপ্তিময় মুখ। ingrid

১৯৩২ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত অনেক ছবি ও সেগুলোর পোস্টারের শোভা বেড়েছিল ইনগ্রিডের মুখখানার সুবাদে। তবে শুধু পোস্টার ডিজাইনই নয়, কান উৎসবের থিম মিউজিক ব্যবহার করে একটি অ্যানিমেটেড ছবিও তৈরি করা হয়েছে তাঁকে নিয়ে। ‘দ্য কার্নিভ্যাল অব দ্য অ্যানিমেলস’ শিরোনামের গানটি গেয়েছেন ক্যামিলে সেন্ট-সায়েন্স।

প্রসঙ্গত, সুইডিশ তারকা ইনগ্রিড বার্গম্যান জন্মেছিলেন ১৯১৫ সালের ২৯ আগস্ট। ১৯৮২ সালের ২৯ আগস্ট মারা যান তিনি। বিখ্যাত অনেক নির্মাতাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন কিংবদন্তি এই অভিনেত্রী। এ তালিকায় উল্লেখযোগ্য জর্জ কুকর, ভিক্টর ফ্লেমিং, আলফ্রেড হিচকক, রবার্তো রোসেলিনি, জ্যঁ রেনোয়ার এবং ইঙ্গমার বার্গম্যান। হিচককের ‘নটোরিয়াস’ ছবিতে সহশিল্পী ক্যারি গ্র্যান্টকে উদ্দেশ্য করে ইনগ্রিডের একটি বিখ্যাত সংলাপ হলো, ‘আমার প্রেমে পড়ে যাওয়ার ভয়ে আছো তুমি!’