কী অদ্ভুত!

আসছে ‘মা রোবট’!


প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে মানুষ যেসব কাজ পারে, তার প্রায় সবই রোবট দিয়ে করানো সম্ভব। তবে মানুষের জন্য তৃপ্তির বিষয় ছিল এই যে, রোবট অন্তত বাচ্চা জন্ম দিতে পারে না মানুষের মতো। কিন্তু সেই ব্যাপারটাও সম্ভবত পাল্টে যাচ্ছে। বিজ্ঞানীরা সম্প্রতি এমন এক রোবট তৈরি করেছেন, যা অসংখ্য রোবট তৈরি করে, সেগুলোর ভেতর ক্রমান্বয়ে উন্নয়ন ঘটিয়ে , তারপর সেরাটিকে নিজেই বাছাই করবে। ঠিক যেভাবে প্রকৃতিতে বিবর্তন হয়, সেভাবে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনবিসি নিউজ।  কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক ফুমিয়া লিডার তত্ত্বাবধানে এই গবেষণা চালানো হয়। প্রাথমিকভাবে একটি ‘মা রোবট’ নানা যন্ত্রাংশের সমন্বয়ে কয়েকটি আলাদা রোবট নির্মাণ করে, তারপর তাদের ভেতর থেকে সেরা রোবটটিকে বাছাই করে নানা পরীক্ষার মধ্যে এবং বাকিগুলোকে নিজেই নষ্ট করে ফেলে।  ঠিক প্রকৃতিতে যেভাবে বিবর্তন হয়, অনেক প্রজাতির ভেতর সব থেকে সেরাটি বেঁচে থাকে, বাকিগুলো বিলুপ্ত হয়, এই রোবটটিও যেন সেভাবেই তার সেরা সন্তানকে টিকিয়ে রাখে। শুধু এখানেই শেষ নয়, ‘মা রোবট’টি আবার নতুন এই রোবটের সব গুণাগুণ নিজের মেমোরিতে সংরক্ষণ করে রাখে যাতে পরবর্তী ধাপে আরো ভালো মানের রোবট তৈরি করা যায়।

-ntvbd.com অবলম্বনে