ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও শারমীন জোহা শশী ছয় বছর আগে ‘গুলশান এভিনিউ’, ‘দহন’সহ বেশকিছু ধারাবাহিক এবং ডেইলি সোপে অভিনয় করেছিলেন। তবে এতদিন পর এবার তাঁরা হাজির হচ্ছেন নতুন একক নাটক নিয়ে। জাকারিয়া শৌখিনের রচনায় ও এম আই জুয়েলের পরিচালনায় ‘এ জার্নি বাই পাস্ট’ নাটকে তাঁদের দেখা যাবে। গত ১৩ এপ্রিল রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এর গল্পে দেখা যায়- সাইফ ও ফারিয়া ভালোবেসে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর দুজনের মধ্যে একঘেয়ামি চলে আসে। তাই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। সেখান থেকে নতুন প্রেমের সূচনা হয়। অপূর্ব বলেন, ‘এ জার্নি বাই পাস্ট’ নাটকের নাম যেমন চমৎকার তেমনি গল্পটাও অনেক ভালো লেগেছে। আর শশী নিজেকে অভিনয়ে এতটাই সমৃদ্ধ করেছে যে আমি সত্যিই তাঁর কাজে মুগ্ধ হয়েছি।’ শশী বলেন, ‘অপূর্ব ভাইয়া আমার প্রিয় অভিনেতাদের একজন। কঠিন সংলাপগুলো তিনি এত মিষ্টি করে বলেন যে অভিনয়ে তিনি কো-আর্টিস্টকেও প্রাণবন্ত করে তোলেন।’