Uncategorized

৯ বছর পর ঢাকা-বরিশাল রুটে বিমান চলাচল শুরু


দীর্ঘ ৯ বছর পর ঢাকা-বরিশাল রুটে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চলাচল শুরু হয়েছে। আজ বুধবার বিকেল ৪টা ২১ মিনিটে ড্যাস-৮ কিউ-৪০০ নামে একটি বিমান ৭৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে বরিশাল পৌঁছে। পরে বিকেল ৫টা ৪৯ মিনিটে ৫৭ যাত্রী নিয়ে ফিরে আসে বিমানটি।

প্রথম ফ্লাইটে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ছাড়াও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস ও শওকত হাসানুর রিমন বিমানের যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন।
বরিশাল বিমানবন্দরে পৌঁছে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, বরিশালে বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন শুরু সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। আশা করি বরিশালে বিমান চলাচল আর কখনো বন্ধ হবে না। তিনি আরো বলেন, আমি বলেছিলাম বিমান বহরে নতুন বিমান যোগ হওয়া মাত্র ঢাকা-বরিশাল রুটে বিমান চলবে। আমি আমার কথা রাখার চেষ্টা করেছি।

-কালের কণ্ঠ অবলম্বনে