শুভ সকাল ডেস্কঃ প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক বক্সের ব্যানারে প্রকাশিত হয়েছে সাহেল সাগরের নতুন মিউজিক ভিডিও মিথ্যে আশা। মূলত ফোকপ্রধান গানটির কথা ও সুর করেছেন সাহেল সাগর নিজেই।
মিউজিক কম্পোজ করেছেন কাজী নওরীন। রাজিব খানের পরিচালনায় ভিডিওটিতে মডেল হয়েছেন রিফাত রহমান ও নওরিন প্রিয়া।
নতুন গান প্রসঙ্গে সাহেল সাগর বলেন, ‘এই গানটি মূলত ফোক গান। গানটির দারুন ভিডিও নির্মাণ করেছেন রাজিব খান। আশা করছি শ্রোতাদের এটি পছন্দ হবে।’
এদিকে একই ব্যানার থেকে শিল্পীর আরো ভিডিও মুক্তির কথা রয়েছে বলে জানা গেছে।