জেনে নিন

বিশ্বের বিপজ্জনক কয়েকটি সেতু


বিশ্বজুড়ে ভয়ংকর উচ্চতার বিপজ্জনক কিছু সেতু রয়েছে। প্রতিদিন মানুষ নানা রকম ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এসব সেতু।আবার অনেকে শখের বশে সাহসিকতার পরিচয় দিতে চড়ে বসেন সেতুগুলোতে। যুক্তরাজ্যভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ডেইলী মেইলের এক প্রতিবেদনে সম্প্রতি উঠে এসেছে এমনই কিছু বিপজ্জনক কিছু সেতুর নাম।তবে উচ্চতাভীতি সম্পন্ন মানুষের এই সেতুগুলোর সঙ্গে নিরাপদ দুরত্ব বজায় রাখায় মঙ্গলজনক হবে।

2015_10_15_18_02_42_RSMD7HypBCCK9ObL8bdJ3Qm9EneAtr_original
ফ্রান্সের মিলাউ ভিয়াদায় অবস্থিত সেতুটি

পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বিপজ্জনক সেতুর অবস্থান হল ফ্রান্সের মিলাউ ভিয়াদাকে। এটি মাটি থেকে প্রায় ১,১২৫ ফুট উপরে অবস্থিত। যাদের মাথাঘোরা রোগ আছে তাদেরকে এই সেতুটিতে না উঠাতে সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ।

2015_10_15_18_19_33_GpWwJYVnnUHlGqDXZ1VQklpuKiGHoh_original
হুসাইনের ঝুলন্ত সেতু

সবচেয় ভয়ংকর আরেকটি সেতু হল পাকিস্তানে। নাম ‘হুসাইনের ঝুলন্ত সেতু’। কাঠের পাটাতনের উপর তৈরি এই সেতুটি। তবে একটি পাটাতন থেকে আরেকটির দুরত্ব প্রায় এক আঙ্গুলের মত।

2015_10_15_18_19_31_NLq2eabR54PM13lBErHfjpaHZQnj5k_original
পেরুর একটি বিপজ্জনক সেতু

বিশ্বের বিপজ্জনক আরেকটি সেতুর দেখা মিলবে পেরুতে। শক্ত দড়ি দিয়ে নির্মান করা হয়েছে সেতুটি। স্থানীয়রা প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতুটি পার হন। তবে ঝুঁকিপূর্ণ এই সেতুটিকে বেশ কয়েকবার মেরামতও করা হয়েছিল।

2015_10_15_18_27_16_F9uyDNv2or2p4RF7yZEtw8WVHlhxDR_original
চীনের কাঁচের সেতু

চীনে কাঁচের সেতুর ভাঙন নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমে বেশ তোলপাড় শুরু হয়েছে। চীনে কাঁচ দিয়ে নির্মাণ করা হয়েছিল পৃথিবীর বিপজ্জনক দীর্ঘতম সেতুরগুলোর মধ্যে অন্যতম এটিকে। ফাটল দেখা দিলে সেতুটি সংস্কারের জন্য বন্ধ করে দেয়া হয়।

2015_10_15_18_34_44_Hl9OpV0oHp4w8Hr955ziPJhl6vfP1t_original
লঙ্কাওয়ে স্কাই ব্রীজ

২০০৪ সালে মালয়েশিয়াতে নির্মাণ করা হয়েছিল ‘লঙ্কাওয়ে স্কাই ব্রীজ’ নামের সেতুটি। এটি মাটি থেকে প্রায় ৩২৮ ফুট উচ্চতায় নির্মিত একটি ঝুলন্ত সেতু। এই সেতুটিতে একসাথে ২৫০ জন পারাপার হতে পারে।

2015_10_15_18_38_16_3JgDy32be2TaX6F8dRJ3JmiTqaEP3u_original
দক্ষিন কোরিয়ায় পাহাড়ে চড়ার সেতু

দক্ষিন কোরিয়ার দায়দুনসান প্রভিনসিয়াল পার্কে দেখা মিলবে পানির স্রোতের উপর নির্মিত মই আকৃতির এই সেতুটির। এই সেতু পর্যটকদের পাহাড়ে চড়তে সাহায্য করে।

2015_10_15_18_45_53_RlW712JYfqSnI5oh2XdnddTOvgHdro_original
যুক্তরাষ্ট্রের কলারাডোর দ্যা রয়েল জর্জ সেতু

আমেরিকার কলারাডোতে দেখা মিলবে ‘দ্যা রয়েল জর্জ’ নামে ভয়ংকর এই সেতুটির। এই সেতুটি মাটি থেকে প্রায় ১০৫৩ ফুট উঁচু।

এইসব ভয়ংকর সেতুগুলো প্রতিদিনই কেউ জীবনের তাগিদে পার হচ্ছেন আবার কেউ পার হচ্ছেন শুধুই অ্যাডভেঞ্চারের নেশায়।

বাংলামেইল২৪ডটকম  অবলম্বনে