খেলাধুলা

বিশ্বের দশ ধনী ক্রীড়াবিদ


একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বের সেরা দশ ধনী ক্রীড়াবিদের তালিকায় জায়গা পেয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্ব বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সেরা দশ ধনী ক্রীড়াবিদের তালিকায় রয়েছেন তিনি।

স্পোর্টস ২৪ ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, ফোর্বসের তালিকায় ২১ মিলিয়ন ডলারের আর্থিক সম্পদের মালিক ধোনির সামনে রয়েছেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার, গলফার টাইগার উডস, লিব্রন জেমস, ফিল মিকেলসন এবং মারিয়া শারাপোভা।

ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ১০ ক্রীড়াবিদ ও তাদের সম্পদের পরিমাণ :

১. রজার ফেদেরার (টেনিস) এবং টাইগার উডস (গলফ) : ৪৬ মিলিয়ন ডলার।

২. লিব্রন জেমস (বাস্কেট বল) : ২৭ মিলিয়ন ডলার

৩. ফিল মিকেলসন (গলফ) : ২৫ মিলিয়ন ডলার

৪. মারিয়া শারাপোভা (টেনিস) : ২৩ মিলিয়ন ডলার

৫. মহেন্দ্র সিং ধোনি (ক্রিকেট) : ২১ মিলিয়ন ডলার

৬. উসাইন বোল্ট (ট্র্যাক এন্ড ফিল্ড) : ২০ মিলিয়ন ডলার

৭. কোবি ব্রায়ান্ট (বাস্কেট বল) : ১৯ মিলিয়ন ডলার

৮. লি না (টেনিস) : ১৫ মিলিয়ন ডলার

৯. ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল) : ১৩ মিলিয়ন ডলার

১০. লিওনেল মেসি (ফুটবল) : ১৩ মিলিয়ন ডলার

-প্রিয় অবলম্বনে