প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুরের পর এবার পালা দীপিকা পাড়ুকোনের। সব ঠিকঠাক থাকলে, তার আগামী ছবি ‘তামাশা’য় গান গাইতে শোনা যাবে নায়িকাকে। মুম্বাইয়ের স্টুডিও পাড়ায় এমনটাই শোনা যাচ্ছে।
শুটিংয়ের ফাঁকে ছবির সংগীত পরিচলিক এ আর রহমানের কাছে নাকি তালিম নিচ্ছেন দীপিকা। ইতিমধ্যে গায়ক হিসেবে নিজের জায়গাটা বেশ পোক্ত করে ফেলেছেন প্রিয়াঙ্কা। আলিয়া আর শ্রদ্ধার গাওয়া গানও হিট। এবার দীপিকার পালা।
You must be logged in to post a comment.