জেনে নিনলাইফ স্টাইল

ঘামের দাগ থেকে পোশাককে দূরে রাখুন পাঁচ উপায়ে !


ঘামের সমস্যা কমবেশি সবারই থাকে। কিন্তু এটি আরো বেশি বিরক্তিকর হয়ে ওঠে যখন কাপড়ে এর দাগ লেগে থাকে। শুকিয়ে যাওয়ার পর এই দাগ আরো বাজে লাগে। আর চিন্তা নেই। ঘরোয়া পদ্ধতিতে এখন থেকে ঘামের দাগ দূর করুন।

জীবনধারাবিষয়ক পত্রিকা রিডার্স ডাইজেস্টে কীভাবে পোশাকের ঘামের দাগ দূর করবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, একনজরে জেনে নিন কোন উপায়ে কাপড় থেকে ঘামের দাগ দূর করবেন।

  • লবণ কাপড়ের ঘামের দাগ দূর করতে খুবই কার্যকারী। চার টেবিল চামচ লবণের সঙ্গে এক লিটার গরম পানি মেশান। এবার এই মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখুন। এরপর সাবান দিয়ে কাপড় ধুয়ে ফেলুন। দেখবেন সহজেই কাপড়ের ঘামের দাগ দূর হয়ে যাবে।
  • লেবুর রসের সঙ্গে সমান পরিমাণ পানি মিশিয়ে ঘামের দাগের ওপর ভালো করে ঘষুণ। কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে ধুয়ে ফেলুন।
  • ঘামের দাগের ওপর সরাসরি ভিনেগার লাগান। এবার ভালো করে ঘষুণ। কিছুক্ষণ এভাবে রেখে দিন। এরপর সাবান মেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ঘামের দাগ পুরোপুরি উঠে যাবে।
  • চার টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে দুই টেবিল চামচ গরম পানি মিশিয়ে ঘামের দাগের ওপর লাগান। দুই ঘণ্টা অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ভিজিয়ে ভালো করে ঘষুণ। দেখবেন সাবান দেওয়ার আগেই ঘামের দাগ উঠে যাবে।
  • কাপড় ধোয়ার আগে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন। এবার ডিটারজেন্ট ভেজানো পানিতে ভিজিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এর ফলে কাপড়ের ঘামের দাগ অনেক দ্রুত দূর হবে।
  • -ntvbd.com অবলম্বনে