রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন, লোকে তাকে নিয়ে হিংসা করে বলেই সমালোচনা করে। আর সবাইকে সন্তুষ্ট করাও সম্ভব নয় বলে জানান তিনি। পাশাপাশি সেরা হওয়ার জন্যই তার জন্ম হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনবারের ফিফা বর্ষসেরা এ তারকা খেলোয়াড়।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর রোনালদোকে দর্শকরা ‘দুয়োধ্বনি’ দেন। যদিও সেই ম্যাচে দুই গোল করে দলকে ৩-১ ব্যবধানের সহজ জয় এনে দেন এই পর্তুগিজ সুপারস্টার।
২০১৫ সালের ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল ছিলেন রোনালদো। তবে দলকে কোনো শিরোপা জেতাতে পারেননি তিনি। পাশাপাশি চলতি মৌসুমে ভালো খেললেও রোনালদোর দল রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগায় তৃতীয় স্থানে থেকে বছর শেষ করেছে। পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকায় সমালোচনার মুখে পড়তে হয়েছে সিআরসেভেনকেও।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে রোনালদো জানান, মানুষ তাকে হিংসা করে বলেই সমালোচনা করে। বলেছেন, ‘আসলে মানুষ আমার সাফল্যকে হিংসা করে। তাদের এমন মন্তব্যে আমি বিচলিত হই না। তাদের এমন সমালোচনা আমার আমার খেলায় বাজে প্রভাবও ফেলে না।’
সেরা হওয়ার জন্যই নিজের জন্ম হয়েছে বলে জানান সিআর সেভেন, ‘এমন কিছু লোক রয়েছেন যারা আমাকে ঘৃণা করেন অথবা বলেন আমি নাকি অহংকারী, নিরর্থক আর উদ্ধত আচরণকারী। এটাই আমার সার্থকতা, সফলতা। কারণ আমি সেরা হওয়ার জন্যই জন্মেছি।’
কিভাবে চাপ নিতে হয় সেটা ছোটবেলাতেই শিখেছেন বলে জানান রিয়াল মাদ্রিদ সুপারস্টার। চাপ সম্পর্কে বলেছেন, আমি চাপ মোকাবেলা করতে জানি; কেননা, আমি কঠিন সময় পার করেই বড় হয়েছি। ছোট কিংবা বড়, অন্যকে যেভাবেই সাহায্য করি না কেনো তাতে আমার গর্ব হয়। আমি কঠিন জীবনের চাপ মোকাবেলা করতে পারি। এটা কোনো অহংকার নয়। আমার বয়স যখন ১১, তখন থেকেই আমি নিজের কাপড় লন্ড্রি করতে শিখেছি। সেই দিনগুলোতেই আমার মানসিক শক্তি তৈরি হয়েছে।’